পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sలి8 প্রফুল্ল ভজ। ক্যা, জমীন্দ্বার অ্যায়সা ষাগ ? সোয়ারী লেয়াও ; তোম ক্যায়সা দেওয়ান ? তোমূকে বরতরফ করে গা । শিব । তুমিও তো এ জুরির ভেতর আছ ? আমরা নালিশ ক’ল্পে তোমারও তো মেয়াদ হয় ? ভজ । অত দূর করবেন কেন, আমায় নিয়ে রমেশ বাবুর কাছে হাজির হ’লেই তার গা শিউরে উঠবে, লিখে দিতে পথ পাবেন না, চলুন না, আমি বাগিয়ে সব ঠিক ক’রে দিচ্ছি। শিব। তুমি যদি শেষ পেছোও ? ভজ। পেছোবে তো এগিয়েছি কেন ? অবিশ্বাস হয়, একটা উকিল ডেকে এফিডেভিট ( Affidavit ) করিয়ে নাও না ; আর আমি আগে তো এক পয়স চাচ্ছি নি,তোমাদের বিষয় পাইয়ে দিই, আমার কিছু দিও, তোম্রাও মুখে স্বচ্ছদে থেকে আমিও পুটিয়াকে নিয়ে থাকবে। শিব । আচ্ছা, তুমি এস । উভয়ের প্রস্থান জ্ঞানদা ও যাদবের প্রবেশ জ্ঞানদা । যাদব, এক কথা বলি শোল, এই চাটে টাকা বেশ ক’রে বেঁধে নে, কেউ চাইলে দিস নি, কারুকে দেখাল নি, দোকানে যা ইচ্ছা হয় লুকিয়ে বা’র করে কিনে খাস। আর এখন এই দু’আনার পয়সা নে, দোকান থেকে কিছু খাবার কিনে খেগে,আমি এইখানে বসে থাকি । যাদব । কেন মা, তুমি এস না, তুমিও ত থাও नि मा। জ্ঞানদা। আমি খেয়েছি বৈ কি । যাদব । অমন ইপাছ কেন মা ? জ্ঞানদা। ইপিয়েছি, তাই তো বসে আছি, তুই যা । যাদব । e মা, তোকে জল এনে দেব মা ?