পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক లిపి আর ওষুধও লিখে দেবে এখন। বেশ, কারুর সন্দেহ কয়বার যে নাই ; ছেলে পথে পথে বেড়াচ্ছিল, যত্ন ক'রে বাড়ী নিয়ে এসেছ, ডাক্তার দেখিয়েছ, মারা গেল, তুমি কি ক’বে ? মদন ঘোষের পুনঃ প্রবেশ মদন। পাহারাওয়ালা সাহেব, ও ছেলেটাকে ছেড়ে দাও না । জগ। চোপ, এখনি বেঁধে নিয়ে যাব । 3) মদন । না না, আমি তো চুরি করি নি ; তুমি যা বলবে, তাই শুনছি। পাহারাওয়ালা সাহেব, ছেলে তে এনে দিয়েছি, এথন আমি কোথাও চলে যাই, তুমি আর আমায় ধ'রে না। জগ। চুপ করে বাদ ( কুমেশের প্রতি জনাস্তিকে ) ওকে দিন কতক ভুলিয়ে রাখ, কি জানি, কোথাও গোল করুক। আর ওষুধের যদি একটা ওন্টা-পাণ্টা ক’ত্তে হয়, বলা যাবে, পাগলাটা ওন্টা-পাটা করেছে, কোন কিছু দোষ চাপাতে হয়, ওর ওপর দিয়ে চাপান যাবে। রমেশ। ঠিক বলেছ। মদন দাদা, তুমি যেতে চােচ্ছ, আমি ক’নে ঠিক ক’রে রাখলুম, আর তুমি চ'ল্পে। মদন । হ্য। দাদা, সত্যি ? হ্যা দাদা, সত্যি ? রমেশ । সত্যি বৈ কি । মদন । তাই বলছি—তাই ব’ল্‌ছি, বংশট লোপ হয়, বংশটা লোপ হয়। রমেশ । দিব্যি কনে ঠিক করেছি। মদন । তা যেমন হ’ক, কি জান বংশরক্ষা, বংশরক্ষণ ! রমেশ। যেমন হ’ক কেন, বেশ ক’নে ঠিক করেছি, তুমি বৈঠকখানায় ব’স গে । মদন। ই দাদা, আয় পাহারাওয়ালার সঙ্গে বে’ দেবে না ? রমেশ । পাহারাওয়ালা কেন ?