পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

380 প্রফুল্ল মদন। দেখ দাদা, বেখ্যার মেয়ে কে দিয়েছিল, দাতে কুটো ক’রে জাতে উঠেছি, যাত্রাওয়ালার ছেলে বে’ দিয়েছিল, স্কুটো কাণমলা থেয়ে চুকেছে, এই পাহারাওয়াল বিয়ে ক’রে আমার প্রাণটা গেল ! জার পাহারাওয়াল বে’ দিও না দাদা ! - রমেশ । না মদন দাদা, বেশ মেয়ে । মদন। তাই বলছি, তাই বলছি, কি জান, বংশরক্ষী, বংশরক্ষা ! f মদন ঘোষের প্রস্থান জগ । তবে যাও, ডাক্তার ডেকে নিয়ে এসো। দুদিন থায় নি, আর জোর দু'দিন টেকবে। জগমণি ও রমেশের প্রস্থান এফুল্লর প্রবেশ প্রফুল্ল। কিছু জানতে পায়লুম না, কি ফুসফুস ক’ল্লে ; ছেলেটাকে কি ধরেছে ? আমার মন আজ কেমন ক’চ্ছে, আমি স্থির হতে পাচ্ছি নি, আমার প্রাণটা কেঁদে কেঁদে উঠছে, আমি আর র্কাতে পারি নি, আমার কান্না আসে না, আমার বুকের ভেতর কেমন ক’চ্ছে! ঠাকুরপো কি সন্ধান পায় নি ? কি করি, আমার বুকের ভেতর কেমন করে উঠছে ! বিয়ের প্রবেশ ঝি। বেী ঠাকুরুণ, একটু মুখে জল দেবে এসো, না থেয়ে না ঘুমিয়ে তুমি কি পাগলের সঙ্গে মারা যাবে ? শুনেছিলুম, কলকাতার বেীগুলো কেমন কেমন হয়, আমি এমন বোঁ তো কখন দেখি নি। এসো, সকাল সকাল নাও, দুটি থাও । প্রফুল্প। দেখ কি, বুঝি জামার এ বাড়ীতে খাওয়া ফুরিয়েছে ; আমার বড় মন কেমন ক’চ্ছে। আমার যদি এমন হয়, তা হলে আর আমি