পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক S8S বাঁচবো না ; আমায় কে যেন ডাকৃছে, আমার প্রাণ যেন কাছে, আমি কঁদিতে পারি নি, আমার যেন নিশ্বাস বন্ধ হয়ে আসছে! ঝি। ও কিছু নয়। খাওয়া নেই, নাওয়া নেই, রাতদিন পাগলের সঙ্গে ঘোরা, বাতিক বেড়েছে ! প্রফুল্ল। না কি, আমার কোথায় কি সৰ্ব্বনাশ হচ্ছে! আমার বডড মন কাছে ; তোমায় একটি কথা বলি, যদি আমার ভাল মন হয়, আমার গয়নাগুলি তুমি নিও, বেচে যা টাকা হবে, তাই থেকে" ঠাকুরুণকে খাইও, আবাণীর আর কেউ নেই। ঝি। বালাই। অমন সোণার চাদ বেটা রয়েছে, তুমি অক্ষয় অমর হও, কেউ নেই কি ? - প্রফুল্প। না ঝি। অমন আবাণী ভারতে আর জন্মার না! তুমি আমার কাছে বল, তুমি কোথাও যাবে না, মাকে দেখবে ? আমি আর বাচবে না, আমার কোথা ভরাডুৰী হয়েছে। ঝি। হ্যাগে হ্যা, তাই হবে, তুমি এখন এসে ; ফাকে ফঁাকে দুটি থেয়ে নেবে, ফঁাকে ফঁাকে একটু ঘুমিয়ে নেবে, তা নৈলে বাঁচবে কেন ? প্রফুল্ল। আমার মা বাঁচতে এক তিল হচ্ছে নেই, কেবল ঐ আবাণীর জন্ত মনটা কাদে। আমার ছেলেবেলা মা ম'রে গিয়েছিল, আমি শ্বশুরবাড়ী এসে মা পেয়েছিলেম, সেই মা আমার এমন হ’ল, আমাদের সোণার সংসার ভেসে গেল ! | ঝি । কি ক’রবে মা, কারুর তো হাত নয়, এসো মা, এসে । প্রফুল্ল। চল যাই। s