পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক 38& স্বমেশ । আচ্ছ এসো, আমি ফাই ক্লাস টিকিট কিনে দিচ্ছি আর একখানা চেক দিচ্ছি এলাহাবাদ ব্যাঙ্কের ওপর। ভজ । যাবই তো ; রয়ে গিয়েছি কেন জানেন, আরও বলি কিছু কাজকৰ্ম্ম দেন । রমেশ । আর এখন কিছু কাজ হাতে নেই, হ’লে চিঠি লিখে পাঠাব। ভজ । সে তে আপ লিখিয়েগী, সে তে আপ লিখিয়েগী, দোস্তি হুয়া, ও সব তো চলেই গা ; দেখিয়ে—হামসে কাম চলত, তো দোসরাষ্ণুে, কাহে দেনা ? রমেশ। সত্য বলছি, এখন আর কিছু কাজ হাতে নাই। ভজ । আবি নেই, দো রোজমে হো শেক্ত। আগর ভাতিজা মরে তো একৃঠো জমিনৃদ্ধার গাওয়া চাহিয়ে, ওস্কো বেমার হুয়া থা ; হামৃতে জমিনদার হায়, আপ কে মোকামমে যাত হায় । রমেশ । ভাতিজা ! ভাতিজ কে ? ভজ । ভাইপো গো ভাইপো, যাদব । রমেশ ॥ ও কি কথা ! ভজ । সুরেশ বাবু, আহন, সন্ধান পেয়েছি। রমেশ । এই যে স্বরেশ বেঁচে আছে, মিছে কথা বলেছে পাজী বেটা । ভজ। মশায়, যান কেন, যান কেন, ভাইয়ের সঙ্গে একবার আলাপ ক’রে যান । রমেশের প্রস্থান শিৰনাথ ও স্বরেশের পুনঃ প্রবেশ স্বরেশ। কি সন্ধান পেলে, কি সন্ধান পেলে ?—আছে তো—বেঁচে আছে তো ? - ভজ। বোধ হচ্ছে তো আছে, অামুন, শীগগির আমুন, বাবুর বাড়ীতে চলুন।