পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8& প্রফুল্ল শিব। বাড়ীতে যাবে, যদি ঢুকৃতে না দেয় । ভজ। আমাতে সুরেশ বাবুতে গেলে দোর ভাঙ্গলেও কিছু বলবে না, ঢুকতে দেবে না কি ? সকলের প্রস্থান জনৈক লোকের প্রবেশ i গীত মন আমার দিন কাটালি মূল খোয়ালি, ভাল ব্যাসাত ক’বুলি ভবে। একূল এলে, একূল বাবে, মুখ চেয়ে কায় যুদ্ধ তবে ? কে তুমি বলছে আমি, দেখ, ভেৰে আর ভাব বি কৰে ? ভাঙ্গৰে মেলা, ঘুঢ়বে খেল, চিতার ছাই নিশান রবে । যোগেশের প্রবেশ যোগেশ । আমার সাজান বাগান শুকিয়ে গেল! কি ক’বে, গেল তা কি ক’ল্পবো ? আমার সাজান বাগান শুকিয়ে গেল ! আহা হা । গেল, যাক্ ; আমার সাজান বাগান শুকিয়ে গেল ! হ্যা হে, তুমি তো মড়া পোড়াতে এসেছ ? লোক। হ্যা । যোগেশ । মদ-টা খাচ্ছ না ? লোক। এ কে রে । ( পলাইতে উদ্যত ) যোগেশ। বল না, বল না, আমায় যা ব’লবে তাই ক’বে। বেশী খাব না, এক গেলাস দাও, ফুরিয়ে গিয়ে থাকে, পয়সা দাও, চট্‌ ক’রে এনে দিচ্ছি। আমার সাজান বাগান শুকিয়ে গেল ! গেল, তা কি ক’বো ? লোকের প্রস্থান আহা ! আমার সাজান বাগান শুকিরে গেল ! ঐ না কারা মড়াপুড়িয়ে যাচ্চে,—গারের ব্যথার জঙ্গ একটু মদ খাবে না ? যাই ওদের সঙ্গে । আমায় সাজান বাগান শুকিয়ে গেল ! যোগেশের প্রস্থান