পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় গর্ভাঙ্ক যোগেশের বাড়ীর দরদালান মদন ঘোষ ও প্রফুল্ল মদন। না না, আমি পারবে না, আমি পারবে না। ছেলে भीझर, ছেলে মায়ূবে! আমায় লুকিয়ে রেখে দাও, আমায় লুকিয়ে রেখে দাও ; ছেলে মারবে, ছেলে মায়বে, বংশলোপ করবে, বংশলোপ ক’বে। প্রফুল্ল। কি গাঁ, কি বলছে । ছেলে মায়ূবে কি বলছে ? মদন। ওগো, বংশলোপ ক’বে, বংশলোপ ক’বে, ছেলে মায়ূবে! সেই পাহারাওয়ালা ছেলে মারবে, হায় ছায়, আমি কেন পাহারাওয়াল বে’ করেছিলেম ! প্রফুল্ল। মদন দাদা, মদন দাদা, শীগগির বল, ছেলে মাৰে কি ? মদন। না না, আমি বলবো না, আমায় ধ'বে, জমাদারে ধীয়বে, আমি কোথায় লুকুবে, আমি কোথায় লুকুবো ? প্রফুল্ল। মদন দাদা, তোমার ভয় নেই, তুমি বল। মদন। ন না, সে তেমন পাহারাওয়ালা নয়, সে ধরবে, আমার ভয় ক’চ্ছে। 彰 崇 * প্রত্ন। কে ধবে ছেলে মাৰে কি —আমার শীগগির বল।. o মদন। না না, বলবে না, আমি তার ভয়ে সিন্ধুক ভেঙ্গে দলীল চুরি করে আন্‌লেম, তবু ছাড়লে না ; আমি তার ভয়ে ছেলেভুলিয়েনিয়ে এলেম, তবু ছাড়লে না ; ছেলে মারবে, না খেতে দে মাবে, আমায়