পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

P পঞ্চম অঙ্ক SBS প্রাণের ভরে বাক্স ভেঙ্গে চুরি কর । প্রাণের ভয়ে কচিছেলে এনে রাক্ষসের মুখে দাও । এই প্রাণ কি তোমার চিরকাল থাকৃবে ? একবার ভেবে দেখ—ঘম তোমার সঙ্গে কিছে; যখন ধৰ্ম্মরাজ তোমায় জিজ্ঞাসা ক’বেন যে, ‘তুমি বালক ভুলিয়ে এনে রাক্ষসকে দিয়েছ ?” তখন তুমি কি উত্তর দেবে ? মদন দাদা, সেই ভয়ঙ্কর দিন মনে কর, এখনও মহাপাপের প্রায়শ্চিত্ত কর, বালকের প্রাণরক্ষার উপায় কর ; ছার প্রাণ চিরদিন থাকবে না, ধৰ্ম্মই সার্থী, ধৰ্ম্ম রক্ষা কর, ধৰ্ম্ম ইহকাল পরকালের সঙ্গী, ধৰ্ম্মের শরণাপন্ন হও মানুদ্বাদ, ষা করেছ, তার আর উপায় নেই, জামায় বলে দাও, যেদে কোথায় । আমি তাকে কোলে নে বসি, দেখি, কোন রাক্ষস আমার কাছ থেকে নেয় ? এখনও ব’লছে না ? তোমার কি মরণ হবে না ? এ মহাপাতকের কি শাস্তি হবে না ? যদি হিত চাও, যদি ঘোর নরকে তোমার ভয় থাকে, ধৰ্ম্মের শরণাপন্ন হও ; যমরাজ ও তুলে তোমার পেছনে পেছনে ঘুরছেন, তুমি বুঝতে পাচ্ছে না ? মদন । অ্যা—আঁ্যা—যমরাজ ? প্রফুল্প। হ্যা, যমরাজ তোমার পেছনে পেছনে। যদি সেই মহা ভয় হতে উদ্ধার হতে চাও, সাহসে বুক বাধ, আমার সঙ্গে এসো,যেদে কোথায় দেখিয়ে দেবে এসো ; তুমি সামান্ত পাহারাওয়ালার ভয় ক’চ্ছে ? যমদূতকে ভয় কর না r—ধৰ্ম্মরাজকে ভয় কর না ? অবোধ বালককে ভুলিয়ে এনেছ, তবু স্থির আছ ? প্রাণভয়ে তার প্রাণরক্ষার উপায় ক’চ্ছে না ? তোমার প্রাণে ধিক, তোমার ভয়ে ধিক, তোমার জন্মে ধিক্ । * মদন । চল-চল, আমি দেখিয়ে দিচ্ছি ; ধৰ্ম্মরাজ রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর –যদি ধরে ?