পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গর্ভাহঙ্ক যোগেশের ঘর শয্য-শায়িত্ত যাদব, রমেশ, কাঙ্গালী ও জগমণি স্বাদব। ও কাকাবাবু একটু জল দাও! আমার আগুন জলছে গো— আগুন জলছে ! রমেশ। জল দিচ্ছি, এই ওষুধটা খা । যাদব । না গো, জলে যায়, জলে যায় ! আমায় একটু জল দাও। জগ। কোনটা দেব ? রমেশ। টাটার এমিটিক (Tartar Emetic) দাও, ডাক্তার আসছে, বমি হবে—দেখবে এখন। জগ। ন না, পেটে কিছু নেই, উঠবে কি ? সেইটেই উঠে যাবে, ডাক্তার বলবে,—খেতে দাও ; এইটোও খুব ছট্‌ফট্‌ ক’বে দেখবে এখুন। যাদব । ওগো না গে, ও কাকাবাবু, আমি - সন্ধ্যেবেলা ম'বো, এখন আর দুঃখ দিও না । আমার সব শরীরে ছুঁচ, ফুটুছে! কাকাবাবু, তোমার পায়ে পড়ি কাকাবাবু! রমেশ । ডাক্তার আসছে, ডাক্তার আসছে। ডাক্তারের প্রবেশ ডাক্তার। গুড় মণিং (Good morning ), কেমন আছে ? জগ। আহা, বাছ আজ নিজীব হ’রে প’ড়েছে। কাঙ্গালী। ডাক্তার বাবু, বাচৰে তো ? বাবুর ছেলেপূলে নেই, কেউ নেই, ঐ ভাইপোটিই সৰ্ব্বস্ব । বাদব। ও ডাক্তার বাবু, আমার কিছু হয় নি, আমায় একটু জল খেতে দিলেই বঁাচ বো ।