পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক ゞ(t○ কাঙ্গালী। চল, যাওয়া যাক, মানাকে পাঠিয়ে দিই, এই মালিসটা এক ডোজ খাওয়ালেই হ’য়ে যাবে এখন ; এই বিছানার কাছেই রইলো । বাদব । ও কাকাবাবু, তোমার পায়ে পড়ি কাকাবাবু, আমার জলে ডুবিয়ে মার, আমায় জলে ডুবিয়ে মার, আমি একটু জল খেয়ে মরি! কাকাবাবু, জামায় একটু জল দাও, জল খেলেও বাঢ়বে না কাকাবাবু। রমেশ । দাও, একটু জল দাও_L ** জগ। নান, তবু পাচ মিনিট যুদ্ধৰে । যাদব। না, আমি জল খেলেই ম'বো—ন, আমি জল খেলেই ম’হবো ; * এই দেখ না, আমার গায়ে ইদুর-পচা গন্ধ বেরিয়েছে, আমায় কুকুরে চিবিয়ে খাচ্ছে । 象 জগ। চল চল, দেখা যাগ গে ; ভজহরিটার সঙ্গে সুরেশ জুটেছে, আমার ভাল বোধ ঠেকৃছে না। আমি তো বলেছিলুম, ডাক্তারটা পাজী, মিছে কথা ক’য়েছে, সুরেশ মরে নি । 爱 রমেশ, কাঙ্গালী ও জগমণির প্রস্থান ধাজব । ও মা, মা গো, কতক্ষণে ম’রবো মা ! বেগে প্রফুল্পর প্রবেশ প্রফুল্ল । এই যে আমার যাদব ! যাদব, যাদব, বাবা ! যাদব। কে ও কাকীমা এসেছ ? আমায় একটু জল দাও । ( প্রফুল্লর জল প্রদান ) আমি আর খেতে পায়ুছি নি, আমার চোথে কাণে জল দাও । কণকীম, আমার না থেতে দে কাক মেরে ফেল্পে। প্রফুল্ল। পরমেশ্বর, কি কল্পে। ও বাবা, এই স্কুধ খাও । যাদব । আর গিলতে পাবে না, গলা আটুকে গিয়েছে ; দেখলে না, জল গিলতে পালের না। কাকীম, মা কি বেঁচে আছে ? বেঁচে থাকলে মা আমার খুঁজে খুঁজে আসতো। যদি বেঁচে থাকে, তোমাঙ্ক