পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$68 প্রফুল্ল সঙ্গে দেখা হয়, ব’লে না, আমি না খেতে পেয়ে ম’রেছি। আমায় অধিপেট ভাত দিত,মা কঁাতে ; খেতে পাইনি গুৰূলে মা আমার বুক চাপড়ে মরে যাবে। কাকমা, ব’লে, আমি ব্যামোতে ম’রেছি। প্রফুল্ল। বালাই, বালাই ! ছি বাবা, ও সব কথা বলতে নেই। যাদব, যাদব, যাব, বাবা । পরমেশ্বর, রক্ষা কর । মদন ঘোষের প্রবেশ ম। ধর্গরাজ-রক্ষক, ধর্থরাজ রক্ষা কর। এই নাও এই ধাও, এই পারাভস্ম নাও, আমি সন্ন্যাসীদের সঙ্গে গাজা থেয়ে পেয়েছি, এই খাইয়ে দাও ; আমি লুকিয়ে রেখেছিলেম, বেঁচে থাকৃবো ব’লে লুকিয়ে রেখেছিলেম, এখনি বাচ বে। ধৰ্ম্মরাজ রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর । ( পারাভস্ম লইয়া দুগ্ধের সহিত প্রফুল্লর যাদবকে খাওয়াইয়া দেওন) স্থার আমি পাগল নই, আর আমি পাগল নই, ধৰ্ম্মরাজ, রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর । রমেশ. কাঙ্গালী ও জগমণির পুনঃ প্রবেশ ভগ। কই, কোথায় কি ? তুমি যেমন, বাতাস নড়লে ভর পাও ! তোমার ভয় হয়, গাড়ী ক’রে আমার বাড়ী নিয়ে যাচ্ছি। প্রফুল্ল । কে রে রাক্ষসি ! মা’র কোল থেকে তার ছেলে কেড়ে নিয়ে যেতে এসেছিস্ ? তোর সাধ্য না, রাক্ষসি, দূর হ। নরকে তোর মত যত পিশাচী আছে, একত্ৰ হ’লে পারবে না ;–দূর হ, দূর ছ। কাঙ্গালী। এ কি সৰ্ব্বনাশ ! রমেশ । প্রফুল্ল, তুই ছেথ কি ক’ত্তে এসেছিল ? এখান থেকে যা, ছেলের বড় ব্যামো, চিকিৎসা ক’ত্তে হবে । - প্রফুল্ল । তুমি এখনও প্রতারণা ক’চ্ছে ? তোমার অধিক কি ব’ল্বো, তুমি কার জন্ত এ সৰ্ব্বনাশ ক’চ্ছে ? তুমি কার জঙ্গ সহোদরকে