পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক $6:#. পথের ভিখারী করেছ ? কার জন্তু কনিষ্ঠকে জেলে দিয়েছ ? কার জষ্ঠ বংশধরকে অনাচারে মেরে টাকা রোজ গার ক’ছে ? তুমি কার জষ্ঠ গর্ভধারিণীকে পাগলিনী ক’রেছ ? শুনেছি তুমি বিদ্বান, আমি অবলা স্ত্রীলোক, আমায় তুমি বুঝিয়ে দিতে পার, এ মহাপাতকে। লাভ কি ? পরকালের কথা দূরে থাকুক, ইহকালে কি সুখভোগ কবে ? সদাশিব বড় ভাই মদে উন্মত্ত, মা পাগলিনী হয়েছেন, ছোট ভাই কয়েদ থেটেছে, বংশের একটি ছেলে অনাহারে মৃত্যুশ্যায় –এ ছবি তোমার মনে উদয় হবে, তোমার জীবনে কি মুখ, আমি তো বুঝতে পাছি নি । ۔ یہ تصپ---- `) মেশ। দেখ, প্রফুল্প, ছোটমুখে বড় কথা ক’স্নি ; ভাল চাস তো দূর হ, নইলে তোকে খুন ক’ত্ববো । - প্ৰফুল্ল। তুমি কি মনে কয়, আমি প্রাণ এত ভালবাসি, যে অবোধ নিরাপ্রয় বালককে রাক্ষসের হাতে রেখে প্রাণভয়ে পালাব ? প্রাণভয়ে স্বামীকে পিশাচের অধম কাৰ্য্য ক’ত্তে দেব ? আমি ধৰ্ম্মকে চিরদিন সুপ্রিয় করেছি, ধর্মকে ভয় করেছি, আমার গ্রাণের অন্ত ভয় নেই ; নিশ্চয় জেনে—তোমার চেষ্টা বিফল হবে । সকল কার্যের শেষ আছে, তোমার কুকার্যের এই শেষ সীমা ! ধৰ্ম্ম অনেক সন্থ করেছেন, আর সহকরবেন না, সতর্ক হও ; আমি সতী, আমার কথা শোন,—যদি মঙ্গল চাও, আর ধৰ্ম্মবিরোধী হয়ে না। छूमि কখনই এ শিশুকে বধ ক'ত্তে পাবে না। মদন। না না, বধ ক'ত্তে পারবে না। ধৰ্ম্মরাজ আশ্রয় দাও, ধৰ্ম্মরাজ আশ্রয় দাও ; নন, বধ ক'ত্তে পারবে না, আমি আর পাগল नहे, द्धांभि श्रांद्र श्रृंठल नश् । জগ। তবে রে মড় মদন, তুমিই পথ দেখিয়ে এনেছ ? দেন। হ্যা হা, আমি জানুগ ভেঙ্গে এনেছি, ধৰ্ম্মরাজ আশ্রয় দাও,