পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Stు প্রফুল্ল ধৰ্ম্মরাজ আশ্রয় দাও । জমাদার, জায় তোমায় ভয় করি নি ; পাহারাওয়ালা, আর তোমায় ভয় করি নি ; চাপরাসি, আর তোমায় ভয় করি নি । ধৰ্ম্মরাজ আশ্রয় দাও, ধৰ্ম্মরাজ আশ্রয় Wig I রমেশ। প্রফুল্ল, দূর হ–ভাল চাস তো দূর হ। প্রফুল্ল। আমার ভাল কি ! এ সংসারে আমার ভাল আর কি আছে ? , আমার ভাল আমি চাই নি, তোমার মঙ্গল প্রার্থনা করি। আমি এতদিন মা’র জন্য বড় অস্থির ছিলেম, আজ তোমার জন্ত ব্যাকুলহ’য়েছি । জগ। রমেশ বাবু, রমেশ বাবু, কি ক’চ্ছে ? ওদের ঠেলে ফেলে দে छ। ছেলেটাকে নিয়ে চল । - মদন। খবরদার পাহারাওয়ালা, খুন করবো ! ধৰ্ম্মরাজ রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর । রমেশ । প্রফুল্ল, প্রফুল্ল, তোকে খুন করে ফেলবো ; সরে যাবি তো বা। যাদব। কাকীম, পালাও, তোমায় মেরে ফেলবে,—আমি মরি, তুমি পালিয়ে যাও । প্রফুল্ল। / তোমার কি প্রাণ পাষাণে গড় ? এই স্নেহপুতলী ছেলেকে না থাইয়ে মায়ুছে । ছিছি ছি, তোমায় ধিক্‌, তোমায় সহস্র ধিক্ । আমার কথা শোন, আমার মিনতি রাখ, আর মহাপাতকে লিপ্ত হয়ে না, আমি আবার বলছি, ধৰ্ম্ম অনেক সহ করেছেন, আর সহ ক’বেন না । রমেশ । তবে ময়ূ । ( প্রফুল্লর গলা টিপিয়া ধরণ, ইত্যবসরে কাঙ্গালীচরণ ও জগমণির স্বাদবকে টানিয়া লইয়া বাইবার উদ্যোগ ) মদন । ছেড়ে দে রাক্ষসি ! ছেড়ে দে নরাধম! ধৰ্ম্মরাজ রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর ।