পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক ᎼᏬᏄ সার্জন, জমাদার, ইনেসূপেক্টার, পাহারাওয়ালাগণের সহিত হবেশ শিবনাথ, পীতাম্বর, ডাক্তার ও ভজহরি ইত্যাদির প্রবেশ পীতা । আরে নীচপ্রবৃত্তি নরাধম! স্ত্রীহত্য, বালকহত্যা ক’চ্চিস্! ब्रभणएक झूठ कद्रन ডাক্তার। ওহে শিবু, শিবু, ভয় নাই, ছেলে বেঁচে আছে। পাল ষ্টেডি (Pulse steady ) আছে, দিন দুই তিনে সেরে যাবে, ভয় নেই। মদন । হ্যা হ্যা পাহারাওয়াল, আমি রোজ রাত্রে দুধ খাইয়েছি ; ভয় . নেই, ভয় নেই, পারাভস্ম দিয়েছি ; ধৰ্ম্মরাজ রক্ষা কর, ধৰ্ম্মরাজ রক্ষা কর । - স্বরেশ। ডাক্তার বাবু, এ দিকে দেখুন, মেজবৌদিদির মুখে রক্ত উঠছে। ডাক্তারু। ইস্! তাই তো ! সুরেশ। মেজবৌদিদি । মেজবৌদিদি ! প্রফুল্ল । ঠাকুরপো এসেছ ? যেদোকে দেখে, আমার দিন ফুরিয়েছে, আমার জন্য ভেবে না, আমি মা’র জন্ত জোর করে প্রাণ রেখেছিলেম, আজ আমি নিশ্চিন্তু হ’লেম । আমি তোমায় মাকৃড়া দিয়েই সৰ্ব্বনাশ করেছিলেম, তুমি আমার মার্জন কর ; আমি জানতেন না, এ সংসারে এত প্রতারণা! ভগবান আমার ভাল জায়গার নিৰে যাচ্ছেন,—যেখানে প্রতারণা নেই, সেইখানে নিয়ে যাচ্ছেন। আমি র্তার ছঃখিনী মেয়ে, অনেক যন্ত্রণ পেয়েছি, আজ আমায় তিনি কোলে নিচ্ছেন ! ( রমেশের প্রতি) দেখ, তুমি স্বামী ! তোমার নিল কবে না,—জগদীশ্বর করুন যেন স্থামার মৃত্যুতে তোমার পূপের প্রায়শ্চিত্ত –তুমি বড় অভাগ-সুসারে কারকে কখন আপনার কর নি। আমার মৃত্যুকালে প্রার্থনা—জগদীশ্বর তোমায় মার্জন করুন। ঠাকুরপো, অভাগিনীকে কখন মনে ক’রে—আমি চক্সেম ! ( মৃত্যু )