পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾br প্রফুল্ল মুরেশ । দিদি, দিদি, মেজবৌদিদি । মেজবৌদিদি । শিবনাথ, শিবনাথ, কি হ’লে । মেজদাদা ! তোমায় বলবার আর কিছু নেই। পীতা । নরাধম! তোর কার্য্য দেখ, ! ভজ। রমেশ বাবু, হাম বোলাখা একঠো জমিনদার গাওয়া রাখ দিজিয়ে । এই দেখুন না, তাহ’লে তো এই ফ্যাসাদ হ’তো না ; এইবার এই বালা পরুন । - a. ইনেসপেক্টার কত্ত্বক রমেশের হস্তে হাতকড়ি প্রদান রমেশ । দেখ হাবুল, বে-আইনী ক’রে না, বে-আইনী ক’রে না। 鲁 ভজ। রমেশ বাবু, কিছু বে-আইনী নয়, ক্রিমিগুলি প্রসিডিওরে, ( Criminal procedure ) NISH ( murder ), অ্যাটেম্পটু प्ले a. *Réso (attempt to murder) airl on go to go * জগ। আমায় ধ’রে না, আমার ধ’রে না, আমায় ছেড়ে দাও । জমা । চোপরাও গন্তানি । জগ। দেখ দেখ, তোমার নামে আমি ক্যাস (Case ) আনবো ; তুf ভদ্রলোকের মেয়ের জাত থাও । ভজ । মামা, তুমি কিছু দাবী দেবে না ? বে-আইনী টে-আইনী কিছু ব’লবে না ? এতদিন উকিলের বাড়ীর চাকরী কল্পে কি ? একটা সেক্সন ( Section ) খোজে, দুটো মুখের কথাই খসাও ! বাবা, ঢের ঢ়ের বদমায়েসী দেখেও এলেম, ক’রেও এলেম, কিন্তু মাম-মামীতে টেক্স মেরে নিয়েছে। জমা ধর্কেও রমেশ বাবু, আবি ধরম দেখলায়া নেই । যব, ভাইকো কয়েদ দিয়া, তবতো বহুত ধরম দেখলায়াথ । ভজ। ছেলাম রমেশ বাবু, ছেলাম ! ধৰ্ম্ম দেথানটুকু আছে না কি ? তুলি আমার মামী মামার ওপর । সত্যি কথা বলতে কি, মামার মুখেও কখন ধর্শ্বের কথা শুনিনি, মামীর মুখেও কখন ধৰ্ম্মের কথা শুনিনি।