পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিভীক্স গর্ভজ্ঞ কাঙ্গালীর ডাক্তারখানা স্বরে ও জা_ি স্বরেণ। কি বহুরূপী বিদ্যাধরি, বিদ্যাধর কোথায় ? - জগ। এ দিকে তো খুব চালাকী হয়, কাজের চালাকী তে কিছু দেখতে পাই নি ; সে চালাকী থাকূলে এতনি জুড়ী চড়তিস! স্বরেশ। চালাকী কি এক দিনেই শেখে বিদ্যাধরি ? তোমার বিদ্যাধরের কাছে থাকৃতে থাকৃতে দুটো একটা শিখবো বৈকি। একছিলিম তামাক সাজে, বেশীক্ষণ বসবো না, নগদ পয়সা, দু’ছিলিম তামাক দিও। আর বিদ্যাধরকে ডাক । জগ। সে এখন পূজো কচ্ছে। বসে তামাক খাও। স্বরেশ। বাবাঠাকুরের নিষ্টেটুকু আছে, পূজোর মস্তর কি ?—কস্তং গলাং কাটিতং—কার গলা কাটবো ? জগ। আমরা গল! কেটেই বেড়াচ্ছি কি না ; যাও, তুমি বাড়ী থেকে বেরোও । স্বঘ্নেশ। তা শীগগির বেরোচ্ছি নি, তুমি ইন্ত্রের সভায় নাচতে যাও কি পোষাকে না দেখলে আমি যাচ্ছি নি। সে দিন যে চাপরাসী লেজেছিলে,—বাঃ বিদ্যাধরি, চমৎকার । জগ। তামাক খাৰে থাও, মেলা বক্‌ বক্ কৰ্ছে কেন ? স্বরেশ। আচ্ছ, চাপরাসীরূপে তো বিল সাধে, খান্‌সামারূপে তো তামাক দাও, থাস বিদ্যাধরীরূপে তো টাকা ধার দাও,—আর কাট রূপ আছে বিদ্যাধরি, আমায় প্রকাশ করে বল দেখি ? (স্বর করিয়া)