পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক SS) “খুচাও মনোভ্রান্তি লক্ষ্মীকান্ত নারায়ণ। তোমার লক্ষ্মীরূপ কোন রমণী, রুক্মিণী কি কমলিনী, চিন্তামণি কর চিস্তা নিবারণ ॥* জগ। চোপ, ষ্টুপিড । সুরেশ। বিদ্যাধরি, আবার বল, তোমার ইংরেজি বুকুনীতে প্রাণ জুড়িয়ে গেল, আর এই দা-কাটাতে বুক ঠাণ্ড হ’ল । জগ। শোল্ব ! গাধা ছোকরা, তোকে বলি শোল্ব। রোজ রোজ ছ’চার টাকা ধার করিসূ কি ক’ত্তে ? আমি কিছু চার টাকায় চল্লিশ টাকা না লিখিয়ে দেবো না । সুদ শুদ্ধ তোর ভাইকেই দিতে হবে, তার চেয়ে কেন বিষয়টা ভাগ করে নেন। - সুরেশ। বাছবা বা বহুরূপিণী বিদ্যাধরি, সাবাস ! এ দোকান তুলে দিয়ে, এবার জেলায় মোক্তারীতে বেরোও, আমি তোমার চাপ কান পাগড়ী দিচ্ছি। • ( নেপথ্যে কাঙ্গালীচরণ)। জগা, কার সঙ্গে কথা ক’চ্ছিস্ ? wሶ স্বরেণ। খুড়ে,আমি—বিদ্যাধরীরবক্তৃতাগুলছি,আর খরধানখেয়ে কাসছি।-- কাঙ্গালীচরণের প্রবেশ কাঙ্গালী। কেও মুরেশ, কতক্ষণ বাবা, কতক্ষণ ? জগ। আমি বলছিলুম ছ'চার টাকা ক’রে ধার কছিল কেন ? বিষয় বখর করে নে, উকীলের চিঠি দে, আমরা থেকে মকদ্দমা ক’রে দিচ্চি, তা বাবুর ঠাট্ট হচ্ছে। কাঙ্গালী। হ্যা হ্যা, ক্রমে বুঝবে—মে বুঝবে। কি বাবা, কি মনে করে ? সুরেশ । তোমার বিদ্যাধর আর বিষ্ঠাধরীর যুগল দর্শন, আর গোট| কতক টাকা কৰ্জন।