পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 প্রফুল্ল জগ। একশো টাকার নোট কৰ্ত্তন তো ? স্বরেশ । রূপসি, তার কি আর অন্যথা হবে। * জগু। তাতে আজ হচ্ছে না, ছুশো টাকা লিখে দাও তো হয়। স্বরেশ। এ যে বাবা, বাড়াবাড়ি বিস্তাধরি! ( নেপথ্যে রমেশ ) । কাঙ্গালী বাবু বাড়ী আছেন ? কাঙ্গালী। কে –বকেরা নাম ধ’রে ডাকে কে ? আমি তো হরিহর ডাক্তার। জগন্না, বল—“এ হরিহর বাবুর বাড়ী, কাঙ্গালী বাবুর दांएँौ नग्न ।" স্বরেশ ও বিদ্যাধরি, আমার খিড়কি দোর দিয়ে বা’র করে দাও, মেজ দা ! জগ। যাও বাড়ীর ভেতর দিয়ে পালাও, রান্না-ঘরের জানূল ভাঙ্গ অাছে, সেই খান দিয়ে বেরিয়ে পড়। - श्रृङ्खुवंख्न ब्लुम (নেপথ্যে রমেশ)। বাড়ীতে কে আছ গেী,-কাঙ্গালী বাবু বাড়ী আছেন ? জগ। এ কাঙ্গালী বাবুর বাড়ী না, হরিচরণ বাবুর বাড়ী। (নেপথ্যে রমেশ )। আচ্ছ, হরিচরণ বাবু, হরিচরণ বাবুই সই। কাঙ্গালী। আমি সরে খাকি, শীগগির তাড়াস। কাঙ্গালীর প্রস্থান জগমণির দরজা খুলিয়া দেওন ও রমেশের প্রবেশ জগ। আপনি কা'কে খুঁজছেন ? রমেশ। ডাক্তার বাবুকে । জগ । তা আমায় বলে যান, আমি তার কম্পাউণ্ড ।