পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক ( রমেশ । আপনি মেয়েমানুষ, কম্পাউণ্ডার । জগ। ও মা তাও ত বটে ! রমেশ । তাও ত বটে কি ? জগ। আমি বাবুর বাড়ীর ঝি, তা বাবু নেই, আপনি এখন আমুন। রমেশ। বাবু বাড়ী আছেন বইকি । তুমি যখন কম্পাউণ্ডার আবার ঝি, বাবুকে ডাক গে, বিশেষ দরকার অাছে, কোন ভয় নাই, বল তার ভাল হবে। ( নেপথ্যে কাঙ্গালী)। কেরে ঝি—কেরে ? কাঙ্গালীর পুনঃ প্রবেশ কাঙ্গালী। আমি এই প্রাকৃটিস (practice ) ক’রে খিড়কি দোর দে ফিরে এলুম। রমেশ বন্ধন বহুন, কাদালী বাৰু বলবাে না হরিচরণ বাৰু বলবাে ? আপনি যে নামে প্রচার হতে চান, আমার আপত্তি নেই। কাঙ্গালী। আপনি তে রমেশ বাৰু ? রমেশ। হ্যা, আমি সম্প্রতি এটর্ণি হয়েছি। আপনি রাণাঘাটে একটা মাগীর সঙ্গে ফেরাবি করেছিলেন, তার ভাইপো আমার এই কাগজপত্রগুলো দিয়েছে, আপনার নামে জালের ওয়ারিণ বার করবার জন্তে । s কাঙ্গালী । কি আপনি ভদ্রলোককে বাড়ীতে বসে অপমান করেন ? চাপরাসী— রমেশ । আপনার চাপরাসী তো ঐ রূপসী, তা উনি তো হেথা হাজিরই আছেন ; ব্যস্ত হবেন না, কি বলতে এসেছি গুমুন, সে কাগজপত্র . দেখে আপনি যে একজন অদ্বিতীয় ব্যক্তি তা আমার ধারণা হয়েছে, ক্রমে সন্ধান পেলুম, কলিকাতাতে আপনি এটর্ণির ক্লার্কগিরিও করে