পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 প্রফুল্ল গিয়েছেন। আমি নূতন আফিল কবে, আপনার মত একজন মহাশয়ের আবশ্বক ; আপনার ভয় নেই, আমি সেই ভাইপে ব্যাটাকে তাড়িয়েছি, সে ব্যাটাকে কাগজও ফিরে দিচ্ছিনে, তাকে ধাপ্পা দিয়ে দিয়েছি যে চারশো টাকা নিয়ে অtয়, সে এখন বিশ বাও জলে ; এই দেখুন সে কাগজ আমার হাতে । কাঙ্গালী । কই দেখি—কই দেখি— রমেশ । এই দেখুন, এতো চিনতে পেরেছেন ? তবে কাগজগুলো আমার ঠেয়ে থাকবে, আপনার ঠেয়ে দিচ্ছিনি। আমি নুতন উকীল বটে, তবে নেহাত কাচ নই ; পাঁচবার একৃঞ্জামিনে ফেস হয়ে তবে পাশ হয়েছি! আপনি যখন ক্লার্ক হবেন, আপনার হাতে অনেক আমায় যেতে হবে, আপনিও হাতে থাকা চাই, বন্ধুত্বের নিয়মই এই ৷ জগ। তা বটে তো বাবা, তা বটে তো বাবা,—মুখপোড়া, মানুষ চেন না ? এর সঙ্গে আলাপ কয়ূ-তোর কপাল ফিবে। কেমন মিষ্টি মিষ্টি কথাগুলি বল্লে, যেন ভাগবত পড়লে । কি বাবা, কি করতে হবে আমায় বল ? তুমি যা বলবে, ষ্টুপিডের কাণ ধরে আমি করাব । রমেশ। বাঃ রূপসি । আপনার নাম কি ? আপনি সাক্ষাৎ বুদ্ধি রূপিণী । জগ। আমায় বিদ্যাধরী বল, জগ! বল, মালী বল, খুড়ী বল, যা তোমার ইচ্ছে হয় ; এখন কাজের কথা বল । রমেশ । সুরেশ ব’লে একটী ছোকরা তোমার এখানে আসে ? কাঙ্গালী। কে স্বরেশ ? জগ। আমর, বুড়ো হলি-কাকে বিশ্বাস কত্তে হয়, কাকে অবিশ্বাস কত্তে হয় জানিস নি ?—এসো বাবা এসে ।