পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক ১৭ রমেশ। তোমার কাছে টাকা ধার করে ? জগ । হ্যা, তা করে। রমেশ। তার নোটগুলো আমি কিবে, আর এবার এলে তুকে বুঝিয়ে ঠিক্‌ ক’তে হবে, যাতে একখান Bondয়ে সই করে। বলে, পাচশো টাকা পাবে। খানকতক কোম্পানীর কাগজ তোমাদের হাতে থাকবে, তাতে এণ্ডোর (Endorse) করিয়ে নেবে। কথাটা এই, তার বিষয়ের স্বত্ব আমি কিনে নেব । কাঙ্গালী। বুঝেছি বুঝেছি। রমেশ। বুঝেছ তো ? জগ। বুঝলে কি হবে, তাকে বাগানো বড় শক্ত। তাকে আজ ছ’ মাস বোঝাচ্ছি নালিস কত্তে, সে বলে, আমি দাদার নামে নালিস কবে না। রমেশ। তোমাদের কাছে নোট আছে কত টাকার ? কাঙ্গালী । সে প্রায় চার পাচশো টাকা হবে। রমেশ । তাকে ভয় দেখাও—নালিস কয়ূৰ । জগ। সে তো তাই চায়, বলে, দাদা কি আমায় জেলে দেবেন? দাদা না দেয়, বেী সব দেবে। এ হতচ্ছাড়াকে নিয়ে তুমি কি কবে ? একটু বুদ্ধি ঘটে নেই। রমেশ । আচ্ছা, ও বিষয়ে পরামর্শ করা যাবে। আপনি আমার ক্লার্ক হবেন ? কাল থেকে বেরোবেন, মাইনে পাবেন না, আপনি বা ক্লায়েণ্ট (client ) জোটাবেন, তারই কস্ট ( cost )য়ের দশ আন৷ ছ'আনা, সেই আপনার মাহিনীর হিসাবে জম-খরচ হবে। কাঙ্গালী। তা বাবা, আমার হাতে তো ক্লায়েণ্ট নেই, আমি একটা বদনামী হয়ে এখান থেকে গিয়েছিলুম। কিছু মাইনে না দিলে, চলবে না। যা হোক, ডিম্পেন্সরি খুলে নিকিীপাড়, ডোমপাড়া, বেড়িয়ে গড়ে আনা আটক করে দিন পোষায়, আরো আরো সৰ