পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক Sసి ঘোড়া ; বাগান একখানা কয়ুতেই হবে, যা হ’ক, তরীটে তরকারীটে আসবে ; জগ, কথা কচ্ছিস নি যে ? জগ। বল বল, তোর আক্কেলের দৌড়টা গুনি, তুই মুখু কি না, গাছ কাটাল গোফে তেল দিয়ে বসেছিস্ ও দেখতে ছোড়া,বুদ্ধিতে বুড়োর বাব, কোন রকম ক’রে স্বরেশটাকে হাত ক’রে রাখ, ওদের ঘরোয়া, বিবাদ বাধলে বলে ; মকদ্দমা বাধিয়ে দিয়ে সুরেশকে নিয়ে আর এক উকীলের কাছে যাস, যে খরচা আদায় কতে পাবি। কাঙ্গালী। তোর ত বুদ্ধি বড়, আমার নামে জালিয়াতের নালিস ক’রে চৌদ্দ বৎসর ঠেলুক—সেই মাগীর সব কাগজপত্র নিয়ে রেখেছে। জগ। আমি চ’থে দেখলুম আর আমায় পরিচয় দিচ্ছিস কি ? মকদ্দমা কি আজ বাধাতে পাবি ? দু-বছরে বাধে তো ঢ়ের। ও যে উকীল দেখছি, তত দিন বিশটা জাল করবে। আর আমার কথা তুই দেখিল, যখন ডাক্তারখানা রাখতে বঙ্গে, কারুকে বিষ খাওয়াবার মৃতলব যদি না থাকে তো কি বলেছি। ওকে আমি দু’দিনে হাত করে ওর পেটের কথা সব নেব। সুরেশের পুন প্রবেশ স্বরেশ। বিদ্যাধরি মেজদা এসেছিল কেন হে ? জগ। ওরে, তোর কপাল ফিরেছে, ওরে তোর কপাল ফিরেছে— (পদধূলি প্রদান ) সুরেশ। আরে যাও বিদ্যাধরি, আমার সিাথে খারাপ হবে। জগ। পাচ পাচশো টাকা! একটা সই কল্পেই—ব্যস্ ! সুরেশ। পাচ পাঁচশো টাকা চাই নি, আমায় দশটা টাকা দাও—আমি হাগুনোট লিথে এনেছি দেখ । “জগ। হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস নি—হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস নি। কাঙ্গালী। তাই তো হে খুড়ো, তুমি অমন বোকা কেন ?