পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 প্রফুল্প রমেশের প্রবেশ মে। স্বরেণ এখানে দাড়িয়ে কি কচ্চিস্ ? স্বরেশ। তোমার নামে একখানা চিঠি এসেছিল, তাই দিতে এসেছি। রমেশ । কৈ দে । স্বরেশ। মেজ বৌদির ছাতে দিয়েছি। রমেশ। তোর হাতে কি ? স্বরেণ। স্বপুরি ; ও মুটের ঠেয়ে কি গা ? রমেশ। ও কোমুলি সাহেবকে সওগাত পাঠাতে হবে। স্বরেশ। কোস্মুলি, না ঢুকু ঢুকু ঢালি ? इrब्रt*ब्र 6थइनि রমেশ। ওরে, এদিকে আয়, ওই ওদিকে রাখগে যা। সহিলের প্রবেশ ও স্বাক্ষ রাখিয়া প্রস্থান হাতে পরের অপকার তাতে আপনার উপকার। ভাইয়ের চেয়ে পর কে ? প্রথমে মা বখর, তারপর বাপের বিষয় বংর, ভাইপে হবেন জ্ঞাতি শক্র । এই মদে দাদার অপকার, আমার উপকার। এ বিষয়গুলো যে ব্যাপারী বেটার বেচে নেবে, তা তো প্রাণে সইছে না। দাদাকেও ফাকি দেওয়া চাই, ব্যাপারগুলোকেও ঠকান চাই। যখন মদ ধরেছে, মই ক’রে নেবার ভাবি নি, আজই হ’কৃ কালই হ’ক মর্টগেজ ( Mortgage) সই ক’রে নিচ্ছি। ভাবনা রেঞ্জেীর— তা তখন দেখা যাবে। মদ আমার সহায়, জুড়তে দেওয়া হবে না, আজই দাদাকে মদ খাওয়াতে হবে, একবার দাদার কাছে মাই। কুমেশের প্রস্থান