পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গর্ভাঙ্ক যোগেশের ঘর যোগেশ ও জ্ঞানী

জ্ঞানদা। ছেলেটাকে চড় মেরেছিলে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, একবার,

ডাক । যোগেশ। ডাকবো কি, আমার ছেলের কাছেও মুখ দেখাতে লজ্জা হ’চ্চে, এই সৰ্ব্বনাশ, তার উপর এই ঢলঢলি ! জ্ঞানদা। ও আর মনে কর’ না। ও ছাই আর চুয়ে না। যোগেশ। আবার ! জ্ঞানী । একবার যাদবকে ডাক । যোগেশ। যাদব ! এদিকে এস । বাদকের প্রবেশ কাছ কেন ? কেঁদ না বাবা, মেরেছিলুম, লেগেছে । যাদব। না বাবা, তোমার যে অমুখ করেছে। যোগেশ। অসুখ করেছিল, ভাল হয়ে গিয়েছে। যাদব। আর অমুখ কবে না বাবা ? যোগেশ। না, আর অমুখ করবে না ; আবার কাদছ ? যাদব। বাবা, আর অমুখ কর’ না,—ম কঁদিবে, ঠাকুরমা কাবে, কাকীমা কঁদিবে। T® যোগেশ। নী, আর অম্লখ করবে না, তুমি ঠাকুরমার কাছে গে গল্প শোন গে। -