পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ প্রফুল্ল যাদব । না বাবা, আমি গল্প শুনবে না, তোমার কাছে বসবো । , জ্ঞানদা। না না, গল্প শুনগে। ও ঘুমুক। হ্যাগ খানকতক রুট গড়ে আনি না, দুধ দিয়ে খাও, ভাতে হাতে করেছ— যোগেশ। না না, পোড়ারমুখে আজ আর কিছু উঠবে না। জ্ঞানদী । তবে শোও গে । যোগেশ। এই যাই, রমেশকে ডাকতে পাঠিয়েছি, একটা কথা বলে গুইগে । জ্ঞানদা। আয় যাদব, আয় খাবি আয় । যাদব। হ্যা মা, বাবার যদি আবার অসুখ করে ? জ্ঞানদা। আর অস্থখ করবে কেন ? যাদবকে লইয়। জ্ঞানদার প্রস্থান যোগেশ। একদিনে কি কাণ্ড হরে গেল ! মদের কি আশ্চর্য্য মহিমা ! এই চলাঢ়লি কলুম তবু মনে হচ্ছে একটু খেয়ে শুলে হ’ল। এই সৰ্ব্বনাশটা হয়ে গিয়েছে, বোধ হচ্ছে যেন স্বপ্ন ; শেষটা কি দেনার হব ! মাগ ছেলে তো পথে বস্লোই। উ:! ইচ্ছে হচ্ছে আবার মদ খেয়ে অজ্ঞান হই। ও । এমন সৰ্ব্বনাশ কি মানুষের হয় । রমেশের প্রবেশ ভাই, সব গুনেছ ? রমেশ । আঞ্জে শুনলুম বই কি । যোগেশ। ঢলাঢ়লি করেছি, শুনেছ ? রমেশ। বলেন কি ! হঠাৎ এ সৰ্ব্বনেশে খবর এলে লোকে জলে ঝাঁপ দেয়; আপনি খুব ভাল করেছিলেন, নইলে একটা ব্যামো স্তামো হ’ত। যোগেশ। আর ভাল করেছি ছাই ! মা’র উপোস গিয়েছে, ছেলেটাকে মেরেছি, বাড়ী শুদ্ধ কান্নাহাটী, শত্রুর মুখ উজ্জ্বল । - রমেশ । না, না, আপনি বুঝছেন না, সাডন সকে (Sudden shock) একটা ব্যামো হতে পাত্তে ।