পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३७” প্রফুল্প ৰাপই হন, তার কথা শুনতে নেই। তুমি আজ রাত্রিতেই ব্যাপারী দেয় ডাকাও, আমি একটা বিলি করি, তা নইলে হবে না। রমেশ । কাল সকালে ডাকাব। দাদা, ময়রাদের একটা ছেলের ওলাউঠ৷ হয়েছে, ব্র্যাণ্ডি একটু দিলে কয় না ? আমার কাছে ওষুধ চাইতে এসেছে ; আপনি ডাক্লেন, চ’লে এসেছি। যোগেশ। তা আমাদের ডাক্তারকে পাঠিয়ে দাও না। রমেশ। কে ডাক্তার না কি একটু ব্র্যাণ্ডি খেতে বলেছে। ষোগেশ। তবে ডিস্পেসারিতে লিখে দাও । রমেশ । লিখে দিতে হবে না, আমার ঠেয়ে আছে, ওর তাপ দেবার জন্তে একটা এনেছিলুম ; আমি দিয়ে আসিগে। যোগেশ। শীগগির এস, আমি স্থির হতে পাচ্ছি নি, ষ হয় একটা রাত্রেই শেষ কবে।

  • ब्रुन्जेझैं रूँइiत्र

পাচ জনে পাচ কথা বলবে, মন না মতিভ্ৰম, বিশেষ মা’র কথা ঠেলা বড় মুস্কিল। রমেশের পুনঃ প্রবেশ রমেশ । দাদা, এইটুকু দিই? না, আর একটু ঢালব ? যোগেশ। বেশী না হয় । রমেশ । দাদা, আজ আমি ব্যাপারীদের খবর দিয়ে পাঠাই, কাল সকালে সব আসবে, আজ হিসাব পত্র মিলুচ্ছে, সকলে তো আসতে পারবে না। ৰোগেশ। তা বটে, কিন্তু আজ আমার ঘুম হবে না। ब्रभ्रंङ्गि धरश्झ खिष्ण ब्रीथिश्न। 4वच्छ्iश्