পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক ২৯ যাদবের পুনঃ প্রবেশ - কি রে যাদব, আবার এলি যে ? যাদব। বাবা, ঠাকুরমা কঁদিছে। 豫 যোগেশ। কেন রে ? যাদব । ছোট কাকা বাবু চোর হয়েছে, কাকীমা’র মাকুড়া নিয়ে গিয়েছে । * যোগেশ। সে কি ? এ আবার কি সৰ্ব্বনাশ ! শেষ দশায় কি আমার এই হ’ল ? আমার মনে মনে পদ্ধা ছিল যে, পরিশ্রমে—চেষ্টায় n সকলই সিদ্ধ হয়, সে দর্প চূর্ণ হ’ল। চেষ্টায় ব্যাঙ্ক ফেল হওয়া রোধ হয় না, দরিদ্র হওয়া রোধ হয় না, ভাই চোর হওয়া রোধ হয় না, বুদ্ধ মাকে বুন্দাবনে পাঠান হয় না ; চেষ্টায় কোন কাৰ্য্যই হর না । আমি আজীবন চেষ্ট কল্লেম, কি ফল পেলাম ? চিন্তা ! চিন্তা ! চিস্তায় চিরকাল গেল । s যাদব । বাবা, তুমি কি কচ্ছে ? আমার মন কেমন করে ! যোগেশ। করুক, আমার কি ? আর কোন কথার তত্ত্ব কবে না, যা ছয় হ’ক, আজ থেকে আমার চেষ্টা রহিত । এই যে স্বরাদেবী ! যখন কৃপা ক’রে এসেছ, আমি পরিত্যাগ কবে না ; আজ থেকে তোমার দাস ! (মদ্যপান ) যাদব। বাবা, কি কচ্ছে ? আমার মন কেমন করে। তুমি অমন ক’র না । যোগেশ। তুমি যাও, আমি তোমার বাবা নই। বিস্তৃতি। বিস্তৃতি— আমায় বিস্মৃতি দান কর । যাদব। বাবা, তোমার অসুখ হবে, ঠাকুরমা বলেছে, বোতল খেয়ে অম্লখ হয়েছে, আরি থেয়ো না বাব ! যোগেশ। যা তুই যা। আজ থেকে গা েলে দিলুম, যে যা বলে বলুক। লোকনিনা, কিসের ভর ? t 彎