পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిధి প্রফুল্ল স্বরেশের প্রবেশ স্বরেশ। দাদাবাবু, কি কচ্ছেন ? যোগেশ। কে ও স্বরেশ বা খুলী কর ভাই, আর তোমার আমি কিছু বলবে না। নেচে বেড়াও, খালি আমোদ ক’রে বেড়াও, কিছু চেষ্ট ক’র না। আমি অনেক চেষ্টা ক’রে দেখেছি,—কিছু না, কিছু না, ঠেকে শিখেছি! আর কি ভাবি, যা হবার হবে, ক’দিকৃ ভাববো ? সব দিকু ফাক। খালি জমাট নেশ চলুক। সুরেশ। ও মা ! শীগগির এস, দাদা আবার মদ খাচ্ছে। যোগেশ। মাকে ডাকৃছিস্ ? ডাক, কিছু ভয় করিনি, আর মাকে ভয় করিনি। আমিষে লক্ষ্মীছাড়া! লক্ষ্মীছাড়ার ভয় কি ? কিছু ভয় নেই, ব্যস্v ! এই আংটটে নিয়ে মাছবোতল মা নিয়ে আয়। এক বোতল তুই নিল এক বোতল আমার দিল। উমাকুমারীর প্রবেশ উম। ও বাবা যোগেশ, আবার কি সৰ্ব্বনাশ কচ্ছে ? যোগেশ। কিছু না, তুমি যাও মা, ঘুমের ওষুধ খাচ্ছি। (মদ্যপান ) উমা ও সুরেশ, দাড়িয়ে দেখছিল কি ? কেড়ে নেন। যোগেশ। খবরদার-মার্ডালেগা । - রমেশের পুনঃ প্রবেশ উম। ও রমেশ, যোগেশ কি সৰ্ব্বনাশ করে দেখ,। রমেশ। মা, তুমি সরে যাও, সরে যাও ! যত মানা কবে, তত বাড়াবে, মাতালের দশাই ওই ! - যোগেশ। বাড়াবই তো ! ভয় কিসের? ত্রিশ বৎসর ভয় ক’রে झागहि, cनांकनिक ? दड़ बछाई cश्रण !