পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক ర్చి মেশ । ও সুরেশ, মাকে নিয়ে যা ; আমি দাদাকে ঠাও। কচ্ছি। যত ঘাটাবি, তত বাড়াবে। যাদবকে নিয়ে যা। রেশ। আয় ; যাদব আয়, মা এস । ম। ওরে আমার কি সৰ্ব্বনাশ হ’ল রে! মেশ । মা চেচিও না, চারিদিকে শক্র হাসছে। সুরেশ । চল মা চল, মেজদাদা ঠাও করবে এখন । মেশ । যাও, ওখানে দাড়িয়ে রইলে কেন ? স্বৰেশ, বান্ধব ও উমাহনারীর প্রস্থান দাদ, তুমি তো খুব খেতে পার ? যাগেশ। ই, বিশ বোতল খাব। ষ, আর দু-বোতল, নিয়ে আয়। E. খেয়ে ঠিক থাক, তবে তো— যাগেশ। ঠিক আছি, বেঠিক পাবে না। তবে কি জান, বড় সৰ্ব্বনাশ হয়েছে, প্রাণটা কেমন কচ্ছে, তাই থাচ্ছি, মাতাল হই নি । tषन। हाशझ बहे कि ! g যাগেশ। চোপ রাও ! মেশ । চোপরাও ?—কৈ লেখ দেখি ? যাগেশ। আচ্ছা, দাও দোয়াত কলম দাও । রমেশের কলম, দোয়াত ও কাগজ প্রদান যাগেশ। ঠিক কবো ; দাও। যাগেশ। (সই করিয়া) বাঃ! বাঃ! কেয়া জবর সই হুয়া ! শুধু সই ? সই-মোহর করে দিই, আন । প্লেমেশ। কই দাও। (মোহর প্রদান ) যোগেশের মোহর করণ E. । অমন লেখা না, ঠিক সই কত্তে পার, তবে—