পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ প্রফুল্ল রমেশ । (স্বগত) একটা কাজ তো হলো, রেজেক্ট করি কি করে । দেখা যাক । যোগেশ। কি, কি, কি ভাবছ? কাজ গুছিয়েছ; আমি বুঝতে পেরেছি। যা খুগ্ৰী কর, আমায় মদ দাও। উমান্বন্দরীর পুনঃ প্রবেশ উমা। ও রমেশ, এখনও যে ঠাণ্ড হ’ল না ? রমেশ । আবার এয়েছ ? তোমরা যা জান কর, আমি চলুম। রমেশের প্রস্থান যোগেশ। মী, তুমি মান ক’ত্তে এসেছ ? আর মদ খাব না, কেন খাব না ? এই যে ত্রিশ বৎসর খেটে মলুম—কেন ? কি কাজ ক’লুম ? তুমি বুড়ে মা, আজন্ম বাদীর মত খাট্‌লে, তোমার কি কলুম ? পরের মেয়ে যে ঘরে এনেছিলে, যে বাদীর অধম হয়ে সংসার ক’ল্লে তার কি কলুম ? একটা ছেলে—তার হিল্লে কি রাখলুম ? ভাইটে চোর হলে, তার কি ক'লুম ? রমেশ মাতাল দেখে সই করিয়ে নিয়ে গেল। কে জানে কিসে—চেষ্টা করে তো এই ক'লুম ! মনে কচ্ছে, মাতলামো ক’চ্ছি ?—ন মনের দুঃখে বলছি, বলতে বলতে আগুন জ্বলে উঠে, জল দিই—(মদ্যপান ) মা, তুমি কিছু বলো না, তোমায় বড় ছেলে আজ মরেছে ! যোগেশের প্রস্থান উমা ! ও বাবা, কোথায় যাস—ও বাবা কোথায় যাস ? ও স্বরেশ তোর দাদাকে দেখ, । উমাতুঙ্গরীর প্রস্থান