পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক V6. কাঙ্গালীর প্রবেশ কাঙ্গালী। আমায় ডেকেছেন কেন ? রমেশ। দেখ, আমি মাকৃড়ি চুরি গিয়েছে ব’লে পুলিশে জানিয়ে এসেছি। কে করেছে, কি বৃত্তান্ত, তা কিছু বলিনি। তুমি এখন গিয়ে ইনফরমেশন (Information ) দাও যে, অন্নদা পোদারের হোথী মাল আছে, পুলিস সন্ধান ক'রে বার ক’বে। আর অন্নদাও সুরেশের নাম ক’বে। তুমি আজ তোমার স্ত্রীকে দিয়ে যোগাড় ক’রে সুরেশকে বাড়ীতে আটক কর । কাঙ্গালী। আর ওতো মর্টগেজ ( mortgage ) ক’রে নিচ্ছেন, আর স্বরেশকে আটক ক’রে কি দরকার ? মর্টগেজ হ’লে তো আয় ওর ওয়া থার্ড শেয়ার (One-third share) থাকৃছে না যে, ভয় দেখিয়ে লিখিয়ে নেবেন ? রমেশ । না, তবু লিখিরে নেওয়া ভাল । কাগালী। মর্টগেজ যদি সাল্পস্ প্রমাণ হয় ? রমেশ । এতে আমি আপনার নামে ক’রিনি । কাঙ্গালী। তবে কার নামে ? রমেশ । তবে আর তোমায় অ্যtলাইনমেণ্ট (assignment) কপি ক’ত্তে বলেছি কি ? এ সব হাঙ্গাম মিটে যাক, এক ব্যাটাকে শালের জোড়া টোড়া পরিয়ে অ্যাসাইনমেন্ট সই ক’রে রেজেষ্টারি ক’রে নেব । কাঙ্গালী । কার নামে মর্টগেজ করলেন, রেজেষ্টারি করে দেবে কে ? রমেশ । এটা আর বুঝতে পারলে না ? মর্টগেজ রাখছে মুল্লুকচাদ ধুরিয়া, বাড়ী এলাহাবাদ, যে হয় এক বেটা খোট্ট একশো টাকা পেয়ে মুম্বুকচাদ খুখুরিয়া হবে এখন, সে জন্তে ভাবিনি, যা হয় ক’বো । এখন আজকে রেজেষ্টারি করে নিতে পারলে হয় ।