পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রফুল্ল "לס\ পীতা । আমি বলাচ্ছি, কিন্তু গিল্পীম। ব’ল্লেও বড়বাবু রাজী হবেন না। রমেশ । চেষ্টা তে ক’ত্তে হয় । - পীতাম্বরের প্রস্থান বড় বেী, বড় বৌ!— ( নেপথ্যে জ্ঞানদ ) । কি গা ? রমেশ । এই দিকে এস না । ( নেপথ্যে জ্ঞানদ ) । কি বলবে বল না ? ওখানে গেলে বকেন। রমেশ। এখানে আর কেউ নেই, শোনে,— 2 জ্ঞানদার প্রবেশ বড় বেী, বিষয় যাক, সব যাক, আমি ভাবি নি, সংসারের জন্তেও ভাবি নি ; আমি মোট ব’য়ে সংসার করবো ; কিন্তু দাদাকে বঁাচাই কিসে? দেখছে তো শিবতুল্য মামুব –টাকার শোকে মদ খেয়ে ঢলাঢ়লিট করেছেন। ব'লেছেন, বাড়ী বেচে দাও। কিন্তু বড় বেী, বাড়ী বেচ লৈ আর দাদাকে পাব না, দম ফেটেই মারা যাবেন! জ্ঞানদা। তা ঠাকুরপো, আমি কি ক’বে বল ?—আমার তো ভাই, আর হাত-পা আসছে না। রমেশ । না, এই সময় বুক বাধ, তুমি অমন ক’লে আমরা ভাস্ব। জ্ঞানদা। আমি কি ক’বে বল ? ঠাকুরপো, আমার ডাক ছেড়ে কাদতে ইচ্ছে হচ্ছে । কাল সমস্ত রাত দুটি চক্ষের পাতা এক করি নি। ছেলেটা সমস্ত রাত ফুলে ফুলে কেঁদেছে—আর যদি ভাই, সে ছটফটানি দেখতে,—জল দাও, বুক যায় ! এই ভোর বেলা এক গেলাস জল খেয়ে ঘুমিয়েছে। রমেশ । এক উপায় আছে, যদি দাদাকে রেঞ্জেঃারী ক’রে দিতে রাজী ক’ত্তে পার, তা হ’লে সব দিক্‌ বজায় থাকৃবে। জ্ঞানদা। রেজেষ্টারী কি ?