পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক ES রমেশ। বিষয়টা বেনামী ক’য়ছি ; সইও করেছেন, রেজেষ্টারী ক’রে দিতে নারাজ হ’চ্ছেন। এ না ক’ল্পে পাওনাদারের সব বেচে নেবে। জ্ঞানদা। দেন শোধ হবে কি ক’রে ? se রমেশ । রয়ে বসে বন্দোবস্ত করবো। এই নূতন রাস্তাটা যাচ্ছে, অনেক বাড়ী পড়বে, বাড়ীর দর তিন গুণ হবে। থান দুই বাড়ী ছেড়ে দিলেই সব শোধ যাবে। জ্ঞানদা। ও দেন রাখতে রাঙ্গী হবে না । রমেশ । উনি বলছেন তো, আবার টাকার শোকে মদও তো থাচ্ছেন, বাড়ী বেচে তার পর গলায় দড়ি দিয়ে ঝুলুন । জ্ঞানদা। আর বলে না ঠাকুরপো, আর বলে না ! রমেশ । তা শেওরালে হবে কি ? বাড়ী বেচ লে একটা না একটা কাও হবে। মা অনুরোধ করুন, তুমি অনুরোধ কর, আমি অনুরোধ করি— জ্ঞানদা। মাকে দিয়েই বলাই, আমার ধৰ্ম্মকে তাড়িয়ে দেবেন। রমেশ । মা থাকৃবেন, তুমিও থাকবে। যাও, মাকে বুঝিয়ে বল গে। দাদা উঠলে মাকে নিয়ে যেও, আমি থাকৃব এখন ; स्क्वfनलांद्र थशांन নেপথ্যে ইনেসপেক্টার। রমেশ বাবু, রমেশ বাবু— রমেশ । কেহে, হাবুল ? এ দিকে এস । মঙ্গলসিং জমাদার ও ইনেপেক্টারের প্রবেশ কি ? মাকৃড়ির কিছু তদন্ত হ’ল ? ইনেস। ওহে সৰ্ব্বনাশ । রমেশ। সৰ্ব্বনাশ কি ? ইনেস। অন্নদা পোদারের লোকানে মাল ধরা পড়েছে, তাকে অ্যারেট (arrest ) ক’রে এনে তদন্ত ক’রে দেখলুম, তোমায় গুণধর ভাই সুরেশ চুরি করেছে !