পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিভীক্স গর্ভগঙ্ক যোগেশের ঘর জ্ঞানদী ও যোগেশ জ্ঞানদা। অমুখ ক’রেছে, শোবে এস না, উঠলে কেন ? রমেশের প্রবেশ রমেশ । দাদা মশাই, গায়ে কাপড় দিয়েছেন যে, জরভাব করেছে না কি? যোগেশ। কে জানে ভাই, ঘামও হ’চ্ছে, শীতও ক’চ্চে । রমেশ । সে কি ! আমি ডাক্তার ডেকে আনি । যোগেশ। দাড়াও, দাড়াও, ব্যাপারীদের সঙ্গে কি হ’ল বল ? রমেশ। আঞ্জে, সব খবর ভাল—আমি এসে বলছি। ঘামও হচ্ছে, শীতও কচ্ছে—এ কি ! রমেশের স্থান যোগেশ। বড় বেী, কাছে এস ; আমার যেন ভয় ভয় ক’চ্ছে, যেন বে: আশে পাশে রয়েছে। জ্ঞানদা। ও মা ! সে কি গো ? যোগেশ। চট্‌ করে—ন, কিছু না, ঝিম্ ঝিম্ ঝুম্ ঝুম্—এ সব কি এ ! এখনও কি নেশা রয়েছে ? মাথা টল্‌ছে, বুকটায় হাত দাও। বড় বেী, কাল কিছু হাঙ্গাম করেছিলুম ? কিছু মনে নাই। জ্ঞানদা। না, কিছু কর নি, তুমি শোবে এস। যোগেশ। না, চোখ বুজলে ভয় হয়, আমি বসে থাকি। भौ। ঝিমুচ্ছে! শরীয় ঝিমুচ্ছে— নেপথ্যে রমেশ । বড় বেী, স’রে যাও, ডাক্তার বাবু যাচ্ছেন। জ্ঞানার প্রস্থান