পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক 8ළු কাঙ্গালীকে লইয়া রমেশের প্রবেশ যোগেশ ও বাব! ! এ কে ? রমেশ । দাদা, আমি ডাক্তার এনেছি ; মশাই দেখুন দেখি, ঘামও হ’চ্ছে, শীতও ক’চ্ছে। কাঙ্গালী । ইনি কি অ্যালকোহল ( Alcohol) ব্যবহার করে থাকেন ? রমেশ । আজ্ঞে, একটু হ’য়েছিল । কাঙ্গালী। তারই রি-অ্যাক্সান (reaction), আর কিছু না, ভয় নেই। আপনি যে ক’রে গিয়ে পড়লেন, আমি মনে ক’মৃদুম, অ্যাপোপ্রেকৃলি ( Apoplexy ) কি, কি হ’য়েছে, একটু মাইল্ড ডোজে ( mild dose) co(S fra i যোগেশ। এন, মদ আর ছোব না । কাঙ্গালী। হ্যাঁ, তা আপনাকে একেবারে পরিত্যাগ ক’ত্তে হবে বৈ কি। রমেশ বাবু, বাড়ীতে কুইনাইন থাকে তো পোটের সঙ্গে একটু একটু দিন। রি-অ্যাক্সান ( reaction ) টা বড় বেশী হয়েছে । মশাই, একটু ভয় ভয় ক’চ্ছে কি ? যোগেশ। আঞ্জে, শরীরটে কেমন যেন ছমছমে হ’য়েছে। কাঙ্গালী। হ্যা, কোলান্স ( collapse ) আনতে পারে। এক কাজ করুন, টুয়েলভ আউন্স পোর্ট, আর খি, গ্রেণ কুইনাইন, ( Twelve ounce Post and three grain Quinine ) GliwiSolièso সঙ্গে মাঝে মাঝে একটু একটু দিন। বডড রি-অ্যাক্সানটা (reaction) হয়েছে। ভয় পাবেন না, সেরে যাবে, কিন্তু প্রতিজ্ঞ করুন, আর অ্যালকোহল না ছোন। রমেশ । তা ঔষধট আপনার ঐখান থেকেই পাঠিয়ে দিন । কাঙ্গালা। আচ্ছ, আপনার লোক পাঠিয়ে দিন । রমেশ । আমুন। রমেশ ও কাঙ্গালীয় প্রস্থান