পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 প্রফুল্ল যোগেশ। একটু পোর্ট খেলে বোধ হয় উপকায় হবে। গা-গতর যেন লাঠিয়ে ভেঙেছে ! এক ডোজ ( dose) থেয়ে শুয়ে পড়বে। মানুষটা বিজ্ঞ, ঠিক ধ’রেছে। জ্ঞানদার প্রবেশ জ্ঞানদা । হ্যা গা, ডাক্তার কি ব’লে গেল ? যোগেশ। ওষুধ পাঠিয়ে দেবে। জ্ঞানদী । কোন ভয় নেই তো ? যোগেশ । ন । রমেশের পুনঃ প্রবেশ রমেশ। দাদা, আমার ঠেয়েই আছে, একটু কুইনাইন আর লোডওয়াটার দিয়ে খান, দু’ ডোজ হবে, তার পর পাঠিয়ে দিচ্ছে । ( জনাস্তিকে) বড়বে, মাকে এই বেল ডেকে আন । যোগেশ । কি ব’লছো ? রমেশ । ব’লছি, ভয় নেই। छांनशांद्र arहांन যোগেশ । ( পান করিয়া ) হ্যা হে, এ ব্র্যাওঁীর গন্ধ যে ? রমেশ । এখনকার ঐ বেষ্ট পোর্ট (Best port ) । দেখছেন না, একটু রঙেরও তফাৎ ; এডভোকেটু জেনারেলের (Advocate General) জন্তে ফ্রান্স থেকে এসেছিল। আমি একটা নিয়ে এসেছিলুম, দু’ একজন চেয়ে নিয়ে গিয়েছিল, আর এইটুকু আছে । যোগেশ। খেতে একটু নেশাও হ’ল, কিন্তু ইমিজিয়েট রিলিফ (immediate relief) cats e'ts, dès (taste) 8 STİSH TER I রমেশ। ব্র্যাণ্ডীর ও রকম রঙ, হয় কি ? জনৈক ভূত্যের প্রবেশ ও ঔষধ দিয়া প্রস্থান