পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& প্রফুল্ল যোগেশ। রমেশ, তোমারও কি ঐ মত ? - রমেশ । দাদা, সাধে মত! কোথায় যাই বলুন দেখি, বুড়ে মাকে নিয়ে আজ কায় দ্বারস্থ হব ? যাবের কি হবে ? ঐ মুরেশটার কি হবে ? এমন নয় যে কারুকে বঞ্চিত ক’চ্ছি, দু’দিন আগু আর পিছু ! যোগেশ। ব্যাপারীরা থাম্বে ? রমেশ । কৌশল ক’রে থামাতে হবে । যোগেশ। কৌশল কি ? সোজায় বল,-থামে—আমার আপত্তি নেই, আমি কৌশল ক’ত্তে চাই নি। রমেশ । তবে মা, আমি কি ক’বে বল ? ব্যাপারীরা যদি টের পায়, দাদা বেচে দিতে বলছেন, তার বলবে-আজই বেচ। আর বেচাতেই যে যাচ্ছেন, তাও কিছু একদিনে হয় না। কেউ কেউ বদমায়েসী করে একটা আটাচমেণ্ট (attachment ) বার ক’ত্তে পারে, তার পর তাকে বোঝাও সোঝাও, তার মন নরম কর, না হয় ডিগ্ৰী ক’রে কোট থেকে আধা কড়িতে বেচে নেবে। যোগেশ। কি কৌশল ক’ত্তে বল ? রমেশ। আমি পীতাম্বরের সঙ্গে পরামর্শ করেছি, সে ঠিক ঠাওরেছে। সে বলে, বেনামী করুন । যোগেশ। কি, বেনামী? এ তে জুমুরি! রমেশ। দ্বাদ, জুরি না করলে জুরি । এই যে বো’র নামে বাড়ী করেছেন, বৌ কি টাকা দিয়েছিল, না আপনার রোজগার ? এও বলুন জুরি! আপনি বলবেন, আমি রোজগার করে দিরেছি। ঐ সুরেশটা বদমায়েস, ও যদি বলে, জয়েন্ট ফ্যামিলি (joint family )—দাদা আমাদের ফাকী দেবার:জন্ত করেছেন। বলুন, এত দিন আমাদের খাওয়ালেন পরালেন, বলুন জুরি করেছেন! যোগেশ। হু ! ( মদ্যপান ) *