পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক 8° উমা ! ও কি থাছ ? রমেশ । ও ওষুধ । তা দাদা, আমায় জেলে দেন দিন ; সৰ্ব্বস্ব যাবে, আমি প্রাণ থাকৃতে দেখতে পারব না। যেঙ্গে ভিখিরী হবে, বে। রাধুনী হবে,-মাকে আবার মামার বাড়ী রেথে আসবে, তা আমার প্রাণ থাকতে হবে না। আমি বলছি, কাল রাত্রে আপনার কাছ থেকে মর্টগেজ ( mortgage ) লিখিয়ে নিরেছি, রেজিষ্ট্রার ( Registar ) ডাকিয়ে আনি—আপনি বলুন মিছে, আমায় বাধিয়ে দিন, আপদ চুকে যাক ; দ্বীপান্তর যাই, এ সব দেখতেও আসবে না, ব’লতেও আসবো না । দেখ দেখি মা, দু’দিন তর নেই। ওঁর ম। ব’লছে, স্ত্রী বলছে, পুরনো চাকর পীতাম্বর—সে ব’লছে, আধ কড়িতে সৰ্ব্বস্ব বেচ বেন, আর দেনদীর হয়ে থাকৃবেন। যোগেশ। রমেশ, রমেশ, শোন শোন—আমি সই করেছি ? রমেশ । আঞ্জে, আপনি ক’রেছেন কি—আমি সই করিয়ে নিয়েছি আমি তো বলছি । যোগেশ । তবে জোচোর হয়েছি । উমা । বাবা যোগেশ, আমার এই কথাটা রাখ, আমি তোকে গর্তে ধরেছি, তোর মাতৃঋণ শোধ হবে, এই কথাটি রাখ ; রমেশ যা বলছে শোন, তোমার ভাল হবে। এই দেখ দেখি বাবা, তুমি টাকার শোকে মদ থেয়েছ ; যখন বাড়ী বেচে যাবে, তখন কি আর তোমায় তুমি থাকৃবে ? তুমি জান, আমি ঋণ কত ডরাই ! আমি তোমার ভালর জন্ত বলছি, স্বদে আসলে কড়ায় গণ্ডায় শোধ দিও। আজ দিচ্ছ, না হর কাল দেবে। রমেশ। মা, ঋণ শোধ যাচ্ছে কৈ ? তা হ’লেও তো বুঝতুম, মোট ব’য়ে সংসার চালাতুম। যোগেশ। মর্টগেজ (mortgage) কি ব্যাপারীদের দেখিয়েছ ?