পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- প্রফুল্ল রমেশ । দেখিয়েছি, না দেখালে আজ সাতখান এনতীকাল এসে পড়তে । যোগেশ। তবে তে কাজ অনেক এগিয়েই রেখেছ। ভাই, একটা কথা আছে, বিষম সমস্তা”—তার মানে আমি বুঝচুম না—আজি বুঝলুম, আমার বিষম সমস্তা ! মার অনুরোধ ; স্ত্রীর অনুরোধ ; হয় ভাই জোচ্চোর, নয় আমি জোচ্চোর, তা একজনের উপর দিয়েই স’ক ] কুনাম রটুতে দেরি হয় না, মাতাল নাম র’টেছে, এতক্ষণ জোচ্চোর নামও বাজ লো । মা, তুমি জান, ছেলেবেলা থেকে আমার উপর দিয়ে অনেক সয়েছে ; আজও স’ক। বড় বেী, খুব কোমর বেঁধে এসে দাড়িয়েছ,—জুচ্ছরি করে বিষয় রাখবে। পার ভাল, আমি বাধা দেব না । আমার—আমার সব ফুরিয়েছে । যখন সুনাম গেছে-সব গেছে, আর কিসের টানাটানি ? আর মমতাই বা কিসের ? ভায়া তো রেজেষ্টারি কয়বার জন্য দাড়িয়ে আছ, চল, ‘শুভস্য শীঘ্ৰং’। আমি কাপড় ছেড়ে আসি, পথে শিখিয়ে দিও, কি বলতে হবে । মা, তোমার না ওষুধ নিয়ে ছেলে হ’য়েছিল ? বেশ ওষুধ নিয়েছিলে,—একটা মাতাল, একটা জোচ্চোর, కళ్నె ਾਂ । দাদা মশাই, কি ব’লছেন ? যোগেশ । আর ‘দাদা মশাই’ না, ভয় নেই—আর আমি কথা ফেরাচি নি, রেজিষ্টারি করে দেব, ভয় নেই। বড় বেী, আমি বলেছিলুম, দিনকতক নিশ্চিন্ত হব, তার দেরি ছিল; কিন্তু তোমরা আজ আমায় নিশ্চিন্ত করলে । জ্ঞানদা। অমন ক’রছ কেন ? তোমার মত হয়, বেচেই দাও । যোগেশ। আর গোড়া কেটে আগায় জল কেন ? স্বনাম খুইয়েছি। সুনাম খুইয়েছি । জীবনের সার রত্ন হারিয়েছি।_পিতৃবিয়োগে