পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३िउँौग्न अङ्क 8s দরিদ্র হয়েছিলুম, কিন্তু পরেশমণি সুনাম ছিল ; সেই পরেশমণি যাতে ঠেকেছে, সোণ হয়েছে—সে রত্ন আর আমার নেই । চল রমেশ, उति cउॉंलद्र श्७ ।। যোগেশের প্রস্থান উম। না বাবা রমেশ, ও বেচে কিনেই দিক্ । জ্ঞানদা। ঠাকুরপে, ও যখন অমন করছে— রমেশ । মা, ছেলেটর মাথা না খেয়ে আর নিশ্চিন্ত হ’চ্ছে না,বেচে কিনে দিয়ে গলায় দড়ি দিকৃ, এই তোমার ইচ্ছে! যাও, তোমাদের কথা আমি শুনিনি, যেদোকে আমি ভাসিয়ে দিতে পারবে না। আমি পই পই ক’রে বারণ করেছিলুম, দাদা—ও ব্যাঙ্কে টাকা রেখোন, গুনলেন না! ওঁর কি এখন বুদ্ধিগুদ্ধি আছে যে, ওঁর কথা শুনতে হবে ? কত দুঃখে রোজগার হয়, তা তো কেউ জান না, তা হ’লে বুঝতে,মানুষটার প্রাণে কি ঘা লেগেছে! এই ডাক্তার বলে গেল কি, *রমেশবাবু সাবধান! যে ঘা লেগেছে, হঠাৎ একটা খারাপ হতে পারে।” সৰ্ব্বস্ব খোয়াবেন, আবার জেলে যাবেন, আবার ঋণকে ঋণ রইলো, এই কি তোমাদের ইচ্ছে ? আঃ ! আমার মরণ নেই ! উমা। বাবা, রাগ করিনি, রাগ করিনি। জ্ঞানদা। ঠাকুরপো, দেখ, ও বড় অভিমানী। রমেশ। এই আমিও তাই বলি, উচু মাথা হেট হবে, পাচজন হবে, তা হ’লে কি বাচবে! সকলের প্রস্থান