পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুভীক্স গভর্ণক কাঙ্গালীর বাড়ীর উঠান সুরেশ ও শিবনাথ সুরেশ । বিদ্যাধরি, বিদ্যাধরি, দোর খোলো— জগমণির প্রবেশ জগ। কে ও—মুরেশ ! আমি এই বিল সেধে টাকা নিয়ে এলুম। এই নাও, এই পাঁচ টাকার নোটখানা নাও ৷ শিৰ । কে বাবা, তোমার এ মহাজন কে বাবা ! ( জগমণির প্রতি ) লক্ষ্মী, আপনি অপ্সরী কি কিন্নুরী ? আমরি মরি! চপকানের কি বাহার হয়েছে! আবার এই যে তক্‌মা দেখছি! বিবি, পাগড়ীটে পর, কি বাহার দেখি ; সুরেশ, এ ছিজড়ে বেটীকে পেলি কোথা ? স্বরেশ। চল চল, মজা আছে, মদন দাদা এসেছে ? জগ। সে অনেকক্ষণ ব’সে আছে । স্বরেশ । শিবে, সে বেটীর পেছিয়ে পড়লো নাকি ? শিব । পেছিয়ে পড়বে কেন ? ঐ যে সিদ্ধেশ্বরীর বাচ্ছা দেখা দিয়েছে। কিন্তু বাবা, তুমি যে পেটেণ্ট বার করেছ, বলিহারি যাই। জগ । কি বলছ, পাঠা ? আমি পাঠ রোধে রেখেছি, আমোদ করবে ব’লে গেলে— সুরেশ । বিদ্যাধরি, আজ ব্যাপারটা কি ? না চাইতে চাইতেই টাক, পাঠা রোধে রেখেছে,—আজি গলায় ছুরি দেবে, না বঁধিয়ে দেবে ? জগ। চোপ পূয়ার! শিব। বাঃ—বা, বুলিদার !