পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক áS জগ। এ ইষ্টুপিড কে ? শিব। ফের জিতা, পড় বাবা পড়— জগ। চোপ ! কাণ ম’লে দেব। শিব । এ কে বাবা ?—“দিনেতে অশ্বিনী হ’ত, রেতে কামিনী !” খেমটাওয়ালীগণের প্রবেশ বাবা মেয়েমানুষ দেখ, মনে ক’রেছ, তোমরাই চেহারাবাজ, তোমাদের বাবার বাবা দাড়িয়ে । জগ | যা যা, ভেতরে যা, আমোদ ক’র গে যা। শিব। রূপসি, তুমি না এলে রাজযোটক হবে না । জগ । আমি যাচ্ছি, তোরা যা, আমার একটু কাজ আছে। শিব। রূপসি, এস, মাথা খাও, তা নইলে এক তিল আমোদ হবে না। স্বরেশ। আরে আয় না, এর চেয়েও মজা হবে আয় , শিব । হ্যারে তুই বলিস কি,এর চেয়ে মজা হয় ? আমি আধ ঘণ্টার ভঙ্গী ঠাওর ক’ত্তে পালেম না । যেন কামিথ্যের হিজড়ে ডান। রূপসি, গাছচালা জান ? সুরেশ। আয় না, আর এক চেহারা দেখবি আয় না। শিব। বাবা, এর উপর যদি তোমার ফরমেসে চেহারা থাকে, তা হ’লে তুমি হোসেন খা। সব ক’ত্তে পার, ইন্দ্রের শচী আনতে পার। সুরেশ। আয়, মজা দেখবি আয় । শিব। রূপসি, ভুলে থেকে না, আমোদ হবে না, তোমার নাচ দেখতে হবে ; (খেম্টাওরালীদের প্রতি ) এস হে । ১ম খেম্টা। হ্যা মিতে, ওকি দাড়ি-গোফ কমিয়েছে ? শিব। এই মুকুব্বিকে জিজ্ঞাস কর, আমি তত্ত্ব পাইনি বাব ! জগমণি ব্যতীত সকলের প্রস্থান