পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক ৫৩ মদন ঘোষ, স্বরেশ, শিবনাথ ও খেমটাওয়ালীগণের পুনঃ প্রবেশ শিব। ছিঃ বিদ্যাধরি। এমন ফাক জায়গা থাকৃতে অমন কোটরে জায়গা করেছ ? জগ। তা এইখানেই ব’স—ত এইখানেই ব’স । আমি আসছি, এইখানে একটু কাজ সেরে আসছি। - শিব। দোহাই সুন্দরি । অনাথ হব-অনাথ হব ! জগ। আমি এলুম বলে। জগমণির প্রস্থান সুরেশ । মদন দাদা, এই তো সব ক'নে এনে হাজির করেছি, একটা পছন্দ ক’রে নাও । মদন। কই—কই ? তা ভাই, তোমরা করবে না তে ক’রূবে কে ? যাকে হয় দাও, যাকে হয় দাও ; কি জান, বংশরক্ষা–বংশরক্ষা— সুরেশ । মদন দাদা, গোটা দুই বে’ কর,কি জানি, একটা যদি বাজা হ’ল ? মদন । তা ভাই, তোমার কথায় আমার অমত নেই, তোমার কথায় আমার অমত নেই। 线 সুরেশ । দেখ, দাদার আপত্তি নেই । ১ম খেম্টা। আমাদের ভাগ গি। মদন । তবে, দাদা, আজকে বে’ হ’লে হয় না ? স্বরেশ। তা হবে না কেন, পুরুত ডাকাই। শিব। স্বরে—সুরে, বিদ্যাধরি আমুক, যুগল দেখে প্রাণ ঠাণ্ড কবে । মদন । ভায়, এরা সব ওড়না গায়ে দিয়ে এসেছে, এর ত বেগুণ নয় ? স্বরেশ । মহাভারত ! এদের চোঁদপুরুষ কুলীন, ঘটকের কাছে কুলুজী আছে । মদন। তাই বলছি ভাই, তাই বলছি। কি জান দাদ, দত্তপুকুরে

  • T