পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটা বেণ্ডার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমি দাতে কুটো ক’রে তবে জাতে উঠি ! সুরেশ। দাদা, ক’নেদের একবার গান শোন ! মদন । ক’নে গাইবে ? স্বরেশ । গাইবে না ? ওরা সব কি যেমন তেমন ক’নে ? এর সব #iUR cU## qIffs,ỳề (Deputy Magistrate) its (# ক’নের গাও । খেম্টাওয়ালীগণের গীত ( ও আমার ) ঘরে থাকা এই চোটে মুস্কিল। ডাগর নাগর বরণ দু-পোড়, বদনখালি বাদার বিল। মরি কি আঁকা বাক, চেপ্টা নাকে নয়ন ঢাকা, আকৰ্ণই, দু মেড়ে ফাক, গন্তে গেছে বাছার দাড়ী, উলটাে ঠোঁটে মজার দিল। স্বরেশ। দাদ, বাহবা দিলে না ? চুপ ক’রে কি ভাবছ ? মদন । হ্যা দাদা, হ্যা দাদা— শিব। কি ব’ল্ছো ? মদন। বলি, এরা তে যাত্রাওয়ালার ছেলে নয় ? শিব। রামঃ ! মদন। তাই ব’ল্‌ছি, তাই বলছি; কি জান, বোসের একটা যাত্রওয়ালার ছোড়ার সঙ্গে বে দিয়েছিল, সেই অবধি আশঙ্কা আছে-- জগমণির পুনঃ প্রবেশ শিব । না, কাজ নেই, তোমার সন্দেহ হয়, এই ক’নে বে কর । মদন। এ কে? এ যে সেই চাপরাসী !