পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

端 দ্বিতীয় অঙ্ক むむ শিব। সে কি ? চাপরাসী কিসের ? মদন। তবে কি বেীরূপী ? শিব । বহুরূপী কেন ? ক’নে দেখছো, মা মল্লি মল্পি । ২য় থেম্টা। তোমার বরাত ভাল, বরাত ভাল । শিব। ( মদনের প্রতি ) গালে হাত দিয়ে কি দেখছে ? মদন। কি জান ভাই, আশঙ্কা হয় ; দেখছি গোপ-টোপ তো কামায় নি ? শিব ; চল স্বরে চল, তোমার দাদার পছন্দ হবে না । সুরেশ। তাই তো দেখছি, এমন বিদ্যাধরী ছেড়ে দিলুম— মদন । পছন্দ হবে না কেন, পছন্দ হবে না কেন, যেমন হয় হ’লেই হ’ল ; কি জান, বংশরক্ষা–বংশরক্ষণ ! সুরেশ । এস। বিদ্যাধরি, আমার দাদার বারে এস । জগ। (স্বগত) অঁাটকুড়ীর ব্যাটা ম'রেছে ! স্বরেশ। কি বিদ্যাধরি, চুপ ক’রে আছ যে ? বর পছন্দ হচ্ছে না না কি ? জগ। (স্বগত) আ মা ! শিব। কি বাবা ডাকিনি, কি মস্তর আওড়াচ্ছ ? সুরেশ । দাদা, ক’নের সঙ্গে কথা কও ৷ - মদন । ভায়া, এই তো আমোদ-প্রমোদ হ’ল, এখন বাসরঘর হবে না ? সুরেশ । সে কি দাদা ? আগে বে’ হ’ক্‌ ৷ মদন । হ্যা হ্যা, তবে পুরুস্ত ডাক । সুরেশ । ক’নে পছন্দ হ’য়েছে তো ? মদন । তা হয়েছে, তা হ’য়েছে, কি জান, বংশ রক্ষা, বংশবৃক্ষ । মুরেশ । শিবে মন্তর পড় । শিব। “অগ্নিদগ্ধাশ্চ ষে জীব, যঃ প্রদগ্ধা কুলে মম—-