পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●● প্রফুল্ল স্বরেশ। বল হরি, হরিবোল— খেম্টা-গণ। উলু উলু উলু— কাঙ্গালীয় প্রবেশ কাঙ্গালী । জগ, সৰ্ব্বনাশ করেছিস্ ! ঘরে চোর পুষে রেখেছিস ? পাহারাওয়াল জমাদারে বাড়ী ঘেরোয় ক’রে রেখেছে। জগা । ও মা ! সে কি গো ? ৰাঙ্গালী। এই দ্যাথ এই সার্জন আসছে। ইনেসপেক্টার, জমাদার ও পাহারাওয়ালাগণের প্রবেশ ইনেস্। স্বরেশবাবু, এ মাকড়ী কার? সুরেশ । এ মাকড়ী মেজ বো’র । ইনেস্। আপনি কোথায় পেলেন ? সুরেশ । আমি তাকে ভুলিয়ে নিয়ে এসেছি। ইনেস। ভুলিয়ে, না বাক্স ভেঙ্গে ? জমা । ( খেম্টাওয়ালীগণের প্রতি ) অারে, তোম লোক খাড়া রছে । ইনেস্। কি বাক্স ভেঙ্গে । জম। আপ চালান দিজিয়ে, বহু যে’স গাওয়া দে। ( জনশক্তিকে ) বাবু এসমে কুচ মিলেগ । সুরেশ। কি ! বেীকে সাক্ষী দিতে হবে ? জম। নেই তে ক, পুলিসমে সব কষ্টকে চালান দেগা। স্বরেশ। তবে আমি বলছি, বে। কিছু জানে না, আমি বাক্স ভেঙ্গে চুরি করেছি। জমা । কবুল দেতা ? ইনেস । সুরেশবাবু সত্যি কথা বলুন। আপনার তাতে তাল হষে । শুকুন, আপনি বেীকে জড়ান, বেঁচে যেতে পারেন।