পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক (łą মুরেশ । সে কি ইনেসপেক্টারবাবু, আমার প্রাণ যায়, সেও কবুল, আমি আপনার কুলবধূকে পুলিসে হাজির কবে ? আমি কবুল দিচ্ছি, আপনি লিখে নিন ;—দাদার বক্স দাদার বাইরের ঘরে ছিল, আমি ' cडरल फुद्धि করেছি। জমা । আরে বাবু, শুনিরে তো, মারা যাওগে কাছে ? স্বরেশ। মারা যাই যাব, আমার এই কথা জমাদার সাহেব। আমি আমোদ করে বেড়াই, কিন্তু_কাপুৰুষ নই। আমার যদি ট্রান্সপোর্টেশন (Transportaion) হয়, তবু আমার এই এক কথা । আমিই কুলাঙ্গার, আমি কোন বংশে জন্মেছি, তা জানেন ? আমাদের সাত পুরুষে মিথ্যে কথা জানে না। ইনেস । আপনি আপনাদের বেীকে বাচাবার চেষ্টা ক’চ্ছেন,কিন্তু আপনি ছেলেমানুষ, বুঝতে পারছেন না। আপনাদের বেীয়েতে আর আপনার মেজ-দাদীতে ষড়যন্ত্ৰ ক’রে আপনাকে ধরিয়ে দিচ্ছে ; বলেন তে, রিপোটে লিখে নিই,—আপনাদের বে আপনাকে বাধা দিতে দিয়েছিল। সুরেশ । কি, মেজদাদা আমায় বঁধিয়ে দেবেন ? মিথ্যা কথা । আর (যদিও দাদা আমার শাসিত ক’বেন মনে করে থাকেন, বে যে - সাক্ষাৎ লক্ষ্মী ! যার মুখ দেখলে প্রাণ শীতল হয়, যার সরলতার তুলনা হয় না, যার মিষ্ট কথা শুনলে আমারও প্রাণ নরম হয়, ইনস্পেক্টারসাহেব, তুমি সে স্বৰ্গীয় মূৰ্ত্তিম্বেথনি, তাই ও কথা বলছে । আর অমন কথা মুথে এনে না, তোমার মহাপাতক হবে। কাঙ্গালী। অ্যা, আমার চিঠি ছিড়ে কে পাচ টাকার নোট বার ক’রে নিয়েছে ? (শিবুকে ধরিয়া) দেখি, তোর হাতে কি দেখি ? এই আমার নোট । এই আলপিন গাথা ! ইনেসপেক্টার সাহেব, ধর—এ চোর ! সুরেশ। সে কি বিদ্যাধরি, চুপ ক’রে রইলে যে ? তুমি যে ধার দিলে ?