পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&be প্রফুল্ল কাঙ্গালী। ধার দিলে বৈ কি ? আবার জবরদস্তি ! এই দেখ জমাদার সাহেব, ভাইপোকে পাঠাব বলে গালাটাল এটে সব ঠিক ক’রে রেখেছিলুম, ছিড়ে বার ক’রে নিয়েছে। সুরেশ। শিবে, তুই ভাবিস নি, আমি মাজেছি না ম’জতে আছি ! দেখছি যড়যন্ত্রই বটে। জমাদারসাহেব, আমার বন্ধুর কিছু দোষ নেই, যা দোষ সব আমার, আমি ওকে ডেকে এনেছি । জমা। বাছার গিয়া, চিঠি লেকে গিয়া নেই ? রেজেষ্টারী নেই ককে ঘরমে রাখকে গিয়া কাছে ? কাঙ্গালী। আমার কম্পাউণ্ডারকে বলে গিয়েছিলুম, রজেষ্টারি ক’ত্তে। জমা ; আচ্ছা, নালিস কিয়া, হাম লোক চালান দেত । খোদাবন, লে চলে ? স্কুরেশ । ইনস্পেক্টার সাহেব, আমি সত্য বলছি, আমার বন্ধুর কোন অপরাধ নেই। এই মাগী আমায় ঐ নোট ধার দিয়েছিল, আমি ওর ঠেয়ে রেখেছি, এ চুরি নয়। যদি চুরির দাবী হয় সে দাবী আমার উপর দিন। ওকে ছেড়ে দিন। ও আসতে চায়নি ; আমি ওর মার কাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। ইনস্পেক্টর সাহেব, এ তদ্রলোকের ছেলেকে খামক থামক অপমান করবেন না । চোর ধরা আপনাদের কাজ, আপনি অনায়াসে বুঝতে পাছেন, আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। বাবু, আপনায় পায়ে ধ’চ্ছি, মিনতি ক’চ্ছি, একে ছেড়ে দিন, আমাকেই দুই চুরির দাবী দিয়ে চালান দিন। ইনেস কাঙ্গালী বাবু, মামূলা সাজিয়েছেন বটে, টেকবে না। কাঙ্গালী । ( জনান্তিকে ) ইনস্পেক্টার বাবু, ওয় মায় হাতে ঢের টাকা, কিছু আদায় ক’রে নিন না। একবার ওর বাড়ীর সাম্নে দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলেই কিছু পাবেন ; আর নালিস বন্ধ হ’তে মান করেন, আtfম চেপে যাচ্ছি।