পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కాక్జాల 93tడా যোগেশের বাটীর দরদালান যোগেশ ও পীত গীত। বাবু, সৰ্ব্বনাশ হয়েছে, সুরেশ বাবু চুরির দাবীতে গ্রেপ্তার হয়েছে। জামিন নিলে না, মেজ বাবুকেও খুঁজে পাচ্ছি নি ; কি হবে, কি করি, বাবু, বাবু— যোগেশ। কি, কাকে ডাক্ছে ? পীতা । আক্সে– যোগেশ। আমায় ?—আমায় কি বলতে এসেছ ? যাও, মেজবাবুর কাছে যাও, যাও মা’র কাছে যাও, যাও বড় বোর কাছে যাও। যারা বিষয় রক্ষা ক’চ্ছে, তাদের কাছে যাও,-আমি রেজেষ্টারী অফিসে এককলমে বিষয়, মান, মর্যাদা তোমাদের মেজবাবুকে দিয়ে এসেছি। বাকী প্রাণ, তার ওষুধ এই ! ( বোতল প্রদর্শন) পীতা। আঞ্জে, রেশ বাবু ফৌজদারীতে পড়েছেন। যোগেশ। আমি তো গুনেছি, এ আর বিচিত্র কি ? চুরি, জুরি, বাটপাড়ী, দাগাবাজী যে পুরে বিরাজমান, সেথায় ফৌজদারী হওয়া আশ্চৰ্য্য কি ? আমায় আর কিছু শুনিও না, আমার কাছে কেউ এস না ; আমি কিছু গুল্বে না বলে মদ খাচ্চি, ভুলে থাকবে বলে মদ খাচ্ছি, প্রাণ বেরুবে বলে মদ খাচ্চি। আমার মহাজন গু-উী কারবার মা খরিদ, লাভ জ্ঞানবিসর্জন, এইতে যদিন যায়। যখন ম’বে, ইচ্ছে হয়, টেনে ফেলে দিও। যাও, ততদিন আর আমার কাছে এস না ।