পাতা:প্রফুল্ল-গিরিশচন্দ্র ঘোষ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক Wo ফ্রানদী ও উমাহনারীর প্রবেশ টম , ও বাবা, স্বরেশকে নাকি পাহারাওয়ালায় ধরেছে ? যোগেশ। শুনেছি, আর দুবার শোনাতে চাও, শোনাওঁ । বড়বে, শোনাতে চাও, শোনাও। সকলে মিলে বল, সুরেশকে ধ’রেছে, স্বরেশকে ধরেছে, স্বরেশকে ধরেছে। আমার উত্তর শুনবে ? আমি ? কি ক’বে,আমি কি ক’বো, আমি কি ক’বে! মা, সে নিছি* যেদিন আমার এক কথায় লাখ টাক মাসুঙ্গে দায় আসামীও আমি জামিন্‌ হ’লে ছেড়ে দিম্ভ ক্ষে- - জজ,ম্যাজিষ্ট্রেট,কালেক্টার আমার অনুরোধ রক্ষা ক’ত্ত ; সে দিন ছিল যখন আমি সত্যবাদী ছিলেম, যখন আমি বাঙ্গালীর আদর্শ ছিলেম, যখন সচ্চরিত্রের প্রতিমূৰ্ত্তি আমায় লোকে জানতো ; আজ সে দিন নেই,—আজি মদ আমার প্রিয়সঙ্গী, জোচ্চোর আমার খেতাব ! উমা ও বাবা, স্বরেশের অদৃষ্টে যা আছে হবে, তুই মদ বন্ধ কর ; আমি বুড়ে মা—আর আমায় দগ্ধাস নি। যোগেশ। তুমি মা ? ভাল, তোমার ঋণ তো শোধ দিয়েছি ; রেজেষ্টারি ক’রে দিয়েছি, আর তোমার অনুরোধ কি ? যা কারুর হয় না, তা আমার হয়েছে, মাতৃঋণ শোধ গিয়েছে । উম। আমার কপালে কি মরণ নেই! যম কি আমায় ভুল রয়েছে ! যোগেশ, তুই এ কথা বল্লি ? তোর যে আমি বড় পিত্তেস্ করি । যোগেশ। মা, তুমি মাতালের পিস্তুেস কর । জোচ্চোরের পিত্তেল কর ? বিশ্বাসঘাতকের পিত্তেস্কর ? এমন পিক্তেস রেখ না ; যাও, তোমার মেজ ছেলের কাছে যাও, ষে বিষয় রক্ষা ক’চ্ছে, সে সৰ দিক রক্ষা করবে। মা, বড় প্রাণ র্কাদছে, তাই একটা কথা তোমায় বলছি,—মনে ক’রে দেখ, যখন আমি কাজ-কৰ্ম্ম ক’রে সন্ধ্যার পর ফিরে আসতুম, আমার মন উৎসাহে পরিপূর্ণ হ’ত, মনে হ’ত আবার